Mamata In Taki: ইছামতীতে সারেং; হাসনাবাদের স্কুলে শিক্ষক, বুধবার অন্য মেজাজে মমতা
হিঙ্গলগঞ্জ সফরের পরদিন একেবারে অন্য মেজাজে মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার টাকি থেকে হাসানাবাদ চষে বেড়েলেন মুখ্যমন্ত্রী। ইছামতীতে লঞ্চ চালিয়ে দেখলেন। কখনও হাসনাবাদের গ্রামে ঢুকে গেলেন, কখনও টাকির কলেজে। কখনও আবার গ্রামের একটি ঘরে ঢুকে দুপুরের খাবারও খেলেন। -তথ্য ও ছবি-সুতপা সেন ও বিমল বসু
বুধবার টাকি থেকে হাসনাবাদ যাওয়ার পথে নেমে পড়েন চক খাঁপুকুরে। সেখানে একটি প্রাইমারি স্কুলে ঢুকে পড়েন মমতা। কথা বলেন কচিকাঁচাদের সঙ্গে। মুখ্যমন্ত্রীকে সামনে দেখে বিস্ময় পড়ুয়াদের চোখেমুখে। -তথ্য ও ছবি-সুতপা সেন ও বিমল বসু
স্কুলের ক্লাসে ক্লাসে গিয়ে পড়ুয়াদের নাম জিজ্ঞাসা করেন। শিক্ষকের মতো পড়াশোনার খুঁটিনাটি জেনে নেন। সমস্যার কথা শোনেন শিক্ষকদের কাছে। -তথ্য ও ছবি-সুতপা সেন ও বিমল বসু
ওই স্কুল থেকে বেরিয়ে মমতা চলে যান খাঁপুকুরে। সেখানে একটি ক্লাবে শীতবস্ত্র বিতরণ করেন। প্রায় শখানেক মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন। অনেকের সঙ্গে কথা বলেন। তাদের সমস্যার কথা শোনেন। -তথ্য ও ছবি-সুতপা সেন ও বিমল বসু
ক্লাব থেকে বেরিয়ে পাশেই নমিতা মণ্ডল নামে এক মহিলার বাড়িতে ঢুকে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। তখন দুপুর। নমিতাদেবী মমতা বন্দ্যোপাধ্যায়কে দুপুরের খাবার খেতে অনুরোধ করেন। সেই অনুরোধ ফেলতে পারেনি তিনি। সাধারণভাবে দুপুরে না খেলেও নমিতা মণ্ডলের বাড়ির উঠোনে বসে ওলের তরকারি ও ট্যাংরা মাছে ঝোল দিয়ে ভাত খান মমতা বন্দ্যোপাধ্যায়। -তথ্য ও ছবি-সুতপা সেন ও বিমল বসু
খাঁপুকুর থেকে বেরিয়ে মেঠোপথে কিছুটা এগিয়ে যান মমতা। পথের পাশে একটি ঘরে বসে চাটাই বুছিলেন এক মহিলা। গাড়ি থেকে নেমে তাঁর কাছে চাটাই বোনা দেখে নেনে মুখ্যমন্ত্রী। -তথ্য ও ছবি-সুতপা সেন ও বিমল বসু
এইসবের পাশাপাশি মুখ্যমন্ত্রী আচমকা চলে যান টাকা গভর্নমেন্ট কলেজে। সেখানে তিনি পড়ুয়াদের উদ্দেশ্য বলেন, লোভ করবেন না। লোভের নাম মৃত্যু। কোটি কোটি টাকা কামিয়ে আমরা হীরে খেতে পারব না, সোনা খেতে পারব না, মুক্ত খেতে পারব না। খাই তো ভাত মাছ। তাতে কত টাকা লাগে! সেটুকু আপনারা অর্জন করতে পারবেন বলে আমি মনে করি। সুতরাং লোভের কাছে আপনারা মাথা নত করবেন না। -তথ্য ও ছবি-সুতপা সেন ও বিমল বসু
এদিকে টাকি কলেজের পাশাপাশি মমতা যান পাশের একটি গার্লস স্কুলেও। শিক্ষকদের সঙ্গে কথা বলেন, মিশে যান ছাত্রীদের সঙ্গে। -তথ্য ও ছবি-সুতপা সেন ও বিমল বসু