Goa: উত্তরবঙ্গ থেকে সরাসরি সৈকত শহরে মমতা, তুঙ্গে তৃণমূলের প্রচার
বিমানবন্দরে উপস্থিত ছিলেন লুইজিনহো ফালেইরো, প্রসাদ গাঁওকার, লাভো মাম্লেদার, এন শিভদাস এবং স্বাতি কেরকার। এছারাও উপস্থিত ছিলেন রাজ্যসভার তৃণমূল নেতা ডেরেক ও'ব্রায়েন।
শুক্রবার একাধিক রাজনৈতিক কর্মকাণ্ড রয়েছে গোয়াতে। বিভিন্ন রাজনয়তিক নেতারাও বৈঠক করবেন তাঁর সঙ্গে।
মূল লক্ষ্য বিজেপিকে পরাস্ত করা এবং একটি বিরোধী জোট গরে তোলা। ২০২৪ কে মাথায় রেখে বিভিন্ন রাজ্যে সংগঠনকে শক্ত করছেন মমতা।
ইতিমধ্যেই ত্রিপুরায় সংগঠন বৃদ্ধি করছে তৃণমূল। শেষ কিছুদিনে গোয়াতেও সংগঠন গরে উঠেছে তাদের।
মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া আসা কে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক দলগুলির মধ্যেও উত্তেজনা সৃষ্টি হয়েছে। শুক্রবার শকাল থেকেই বিভিন্ন কর্মসূচী রয়েছে এর মধ্যে রয়েছে মন্দির-গির্জা দর্শন এবং স্থানিয় মানুষের সঙ্গে কথপকথন।