বিপুল সাফল্যের পর কেসিআরকে শুভেচ্ছা চিঠি মমতার
সেই রাষ্ট্রপতি নির্বাচনের পর থেকেই দেশজুড়ে মোদী বিরোধী দলগুলিকে একজোট করার চেষ্টা করছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী তথা তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির নেতাও কে চন্দ্রশেখর রাও মোদী বিরোধী হিসেবেই জাতীয় রাজনীতিতে পরিচিত।
তিনি এর আগে নবান্নে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে গিয়েছেন।
বিধানসভা ভোটে বিপুল পরিমাণে জেতার পর তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শুভেচ্ছা চিঠি পেলেন কে চন্দ্রশেখর রাও।
৮৮টি আসনে জিতে তিনি দ্বিতীয়বার তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হতে চলেছেন টিআরএস নেতা কে চন্দ্রশেখর রাও।
তাই ২০১৯-এর লোকসভা ভোটে মোদী-বিরোধী জোটে তাঁকে সামিল করার কাজ ওই শুভেচ্ছা চিঠির মাধ্যমে কিছুটা এগিয়ে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়।