চিটফান্ড নিয়ে সরব অধীর, সনিয়ার কাছে নালিশ মমতার
মোদীকে হটাতে কেউ অচ্ছুত্ নয়। রাজ্যে যতই বিরোধিতা থাক। জাতীয় রাজনীতির মঞ্চে সবাই এককাট্টা। বিজেপিকে রুখতে দিল্লিতে নয়া সমীকরণের ইঙ্গিত দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদীর বিরুদ্ধে লড়াইয়ে প্রথমবার পাশে ডাকলেন বামেদেরও।
তবে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের আচরণ নিয়ে দৃশ্যতই না-খুশ মমতা। নালিশ ঠুকলেন সনিয়া গান্ধীর কাছে।
এদিন লোকসভার শেষ অধিবেশনে চিটফান্ড নিয়ে তৃণমূল কংগ্রেসকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।
সূত্রের খবর, অধীর চৌধুরীর এহেন আচরণে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। সেন্ট্রাল হলে সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা হলে অসন্তোষ জানান তিনি। সোনিয়া বার্তা দেন, পরস্পরকে দোষরোপ করলেও তাঁরা বন্ধু।
সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা বলেন, এমন চলতে থাকলে তো সম্পর্ক রাখাই মুশকিল! মাথায় রাখব ব্যাপারটা।
যন্তর মন্তরের সভায় মমতা বার্তা দেন, ''লড়াই হোক রাজ্যে। দিল্লিতে টার্গেট শুধুই মোদীকে সরানো''। আর এ জন্য মহাজোটে বামেদের সামিল হওয়ার ডাক দিলেন তৃণমূল নেত্রী। এই প্রথমবার।