Suri: বিনা মেঘে বজ্রপাত! বিয়েবাড়িতে কফি মেশিন ফেটে মৃত্যু প্রৌঢ়ের
নিজস্ব প্রতিবেদন : আনন্দের বিয়েবাড়িতেই বাধল বিপত্তি। আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে। বিয়েবাড়ির কফি মেশিন থেকে ঘটে গেল চরম বিপদ! কফি মেশিন ফেটে মৃত্যু হল এক ব্যক্তির। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ির লম্বদরপুরে।
মৃতের নাম এর স্বপন দাস। বয়স ৫০ বছর। বাড়ি সিউড়ির শেহাড়াপাড়ায়। বড় মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। স্ত্রী মানসিক ভারসাম্যহীন। ছোট মেয়েকে নিয়ে থাকতেন পেশায় চা বিক্রেতা স্বপন দাস।
অভাবে সংসারে রবিবার রাতে আচমকা দুর্যোগ নেমে আসে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেদিন লম্বদরপুরের বাসিন্দা এক ব্যক্তির বাড়িতে মেয়ের বিয়ে ছিল। বিয়েবাড়িতে আমন্ত্রিতদের জন্য কফি মেশিন বসানো হয়েছিল রাস্তায়।
স্বপনবাবু সাইকেল নিয়ে ওই মেশিনের সামনেই দাঁড়িয়েছিলেন। আচমকা কফি মেশিনটি ফেটে যায়। মেশিনের যন্ত্রাংশ স্বপনবাবুর বুকে বিঁধে গিয়ে ফুসফুসে আঘাত করে। যারফলে ফুসফুসে গভীর ক্ষত হয়।
আশঙ্কাজনক অবস্থায় তাঁকে সিউড়ি হাসপাতাল নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় স্বপন দাসের। কফি মেশিনটিতে যান্ত্রিক ত্রুটির ফলেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। দুর্ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।