Burdwan: বাইকে দুর্ঘটনার আশঙ্কা, নিজেই গাড়ি তৈরি করে বাবাকে উপহার দিল ছেলে!

Thu, 11 Jan 2024-10:18 pm,

সন্দীপ ঘোষ চৌধুরী: বয়েস হয়েছে। কিন্তু নানা প্রয়োজনে অনেকটা পথ যাতায়াত করতে হয় প্রায়ই। নিজের হাতে চার চাকার গাড়ি তৈরি করে বাবা-কে উপহার দিল ছেলে।

পূর্ব বর্ধমানের কাটোয়ার রাজুয়া গ্রামের বাসিন্দা মহম্মদ আশরাফ মাওলা। বয়স ৭২ বছর।

রাজুয়া থেকে কাটোয়া শহরের দূরত্ব ১০ কিমি। বিভিন্ন প্রয়োজনে কখনও সাইকেল, কো কখনও আবার বাইক চালিয়ে কাটোয়ায় যেতে হয় আশরাফকে।

আশরাফের ছেলে মঞ্জুর মাওলায় সর্বশিক্ষা মিশনের কর্মী। দিন দিন যেভাবে বাইক দুর্ঘটনা ঘটছে, তাতে রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছিলেন তিনি।

 অনেক ভেবে একটা উপায় বের করেন মঞ্জু। সিদ্ধান্ত নেন, নিজেই একটি ব্য়াটারিচালিত জীপ তৈরি করে উপহার দেবেন বাবাকে।

 যেমন ভাবা, তেমনি কাজ।  ইংরেজ আমলের ভেন্টেজ গাড়ির নকশার অনুকরণে গাড়ি বানিয়ে ফেলেছেন মঞ্জুর। নাম দিয়েছে 'কিং'।

সামনে দুটি, আর পিছনে দুটি। গাড়িতে মোট ৪টে সিট। সঙ্গে লুকিং গ্লাস, এমনকী ৪টি হেডলাইটও!  খরচ হয়েছে ১ লক্ষ ২৫ হাজার টাকা।

গাড়িটি রাস্তার নামানোর জন্য় অবশ্য় এখনও প্রয়োজনীয় ছাড়পত্র মেলেনি।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link