স্ত্রীর সঙ্গে সঙ্গম করতে করতে মুরগির সঙ্গে সেক্স, ৩ বছরের কারাদণ্ড দোষীর
নিজস্ব প্রতিবেদন: বাড়ির পোষা মুরগির সঙ্গে সেক্স! আরও ভয়ঙ্কর ব্যাপার। স্বামীর এমন 'কাণ্ড' ভিডিয়ো করেছেন স্ত্রী। দোষীকে ৩ বছরের কারাবাসের নির্দেশ দিয়েছে আদালত।
৩৭ বছরের ভিল রেহান বেগকে বাড়ির মুরগির সঙ্গে সঙ্গম করেন তিনি। তখন ভিডিয়ো শুট করেছেন রেহানের স্ত্রী। ঘটনাটি ব্রিটেনের। রেহানকে ৩ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে ব্র্যাডফোর্ড ক্রাউন আদালত।
ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, বাড়ির বেসমেন্টে মুরগির সঙ্গে সেক্স করেন রেহান। গো প্রো-তে শুট করেন তাঁর স্ত্রী হালিমা বেগ।
অভিযুক্ত হালিমা বেগ আদালতে স্বীকার করেছেন, ওই ঘটনায় তিনিও জড়িত। তবে শাস্তি পাননি হালিমা। কারণ তিনিও সাংসারিক নির্যাতনের স্বীকার। স্ত্রীকে মারধর করতেন রেহান বেগ।
২০১৯ সালে পুলিস তল্লাশি চালায় ব্র্যাডফোর্ডের গ্রেট হর্টনে রেহান বেগের বাড়িতে। উদ্ধার হয় একটি ল্যাপটপ, মোবাইল ফোন। রেহানের সঙ্গে মুরগির সঙ্গমের ভিডিয়ো ল্যাপটপে 'ফ্যামিলি ভিডস'-এ সেভ করে রাখা ছিল।
আদালতে সওয়াল-জবাবে উঠে এসেছে, স্ত্রীর সঙ্গে সঙ্গম করতে করতেই মুরগির সঙ্গেও সেক্স করেছেন রেহান।