পেপ গুয়ার্দিওয়ালার স্বস্তি! সিটি সমর্থকদের জন্য সুখবর
পেপ গুয়ার্দিওয়ালার দলের কাছে স্বস্তি। ম্যাঞ্চেস্টার সিটি সমর্থকদের কাছে সুখবর। পরের মরশুমে চাম্পিয়ন্স লিগে খেলতে আর কোনও বাধা রইল না সিটির।
নীল ম্যাঞ্চেস্টারের উপর থেকে দু'বছরের নির্বাসন তুলে নেওয়া হল। ক্লাব লাইসেন্সিং আর আর্থিক ফেয়ার প্লে নিয়ম লঙ্ঘন করার জন্য উয়েফার শাস্তির মুখে পড়তে হয়েছিল ইপিএলের দলটিকে।
ফেব্রুয়ারি মাসেই দু বছরের জন্য চ্যাম্পিয়ন্স লিগ থেকে নির্বাসিত করা হয় ম্যাঞ্চেস্টার সিটিকে। শাস্তির বিরুদ্ধে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস এর দ্বারস্থ হয় সিটি।
ম্যান সিটি-র সেই আপিলের ভিত্তিতে জুন মাসে তিন দিন শুনানি হয়। সোমবার রায় বের হয়। সেই রায়ে গুয়ার্দিওয়ালার দলের উপর থেকে নির্বাসন তুলে নেওয়া হয়েছে।
তদন্তে অসহযোগিতা করার জন্য ১০ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছে ম্যাঞ্চেস্টার সিটিকে।