অযোধ্যার বিতর্কিত জমিতে গুগল মানচিত্রে ফুটে উঠল `মন্দির ওহি বনেগা`

Fri, 30 Nov 2018-11:02 pm,

অযোধ্যার বিতর্কিত জমি নিয়ে জমে উঠেছে রাজনৈতিক লড়াই। সুপ্রিম কোর্টে মামলাটি অগ্রাধিকার না পেলেও মন্দির নির্মাণের দাবিতে চাপ বাড়াতে শুরু করেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলি।

রাম মন্দির নিয়ে যখন কথা-পাল্টা কথার লড়াই চলছে, তখন গুগল মানচিত্রও বাদ থাকল না। 

অযোধ্যায় রাম মন্দির নিয়ে চর্চার মাঝেই গুগল মানচিত্রে রাম জন্মভূমি সার্চ করলেই দেখা যাচ্ছে, 'মন্দির ওহি বনেগা'।

বিষয়টি সামনে আসার পরই লেখাটি সরিয়ে দেয় গুগল। বলে রাখি, গুগল মানচিত্রে সম্পাদনার ব্যবস্থা রয়েছে। সেটি ব্যবহার করেই কেউ জায়গাটির নাম বদলে দিয়েছেন।   

রাম মন্দির মামলা সুপ্রিম কোর্টে ঝুলি থাকায় আইন আনার জন্য সরকারের উপর চাপ বাড়িয়েছে হিন্দুত্ববাদী সংগঠনগুলি। অমিত শাহ জানিয়েছেন, অর্ডিন্যান্স না আনলেও মন্দিরের পক্ষেই তাঁরা। প্রধানমন্ত্রীর অভিযোগ, রাম মন্দির নির্মাণ থমকে দিতে চাইছে কংগ্রেস। সুপ্রিম কোর্টের বিচারপতিদের শাসানি দিয়েছে তারা।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link