রাজভবন নয়, সোজা টিটাগড়েই নিয়ে যাওয়া হচ্ছে মণীশের দেহ, খুনে এখনও পর্যন্ত আটক ৯
নিজস্ব প্রতিবেদন : এনআরএস-এ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় মণীশ শুক্লার দেহ। প্রথমে ঠিক ছিল রাজভবনে নিয়ে যাওয়া হবে দেহ। রাজভবনের সামনে সেইমত প্রস্তুতিও নেওয়া হয়েছিল। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, রাজভবনে দেহ নিয়ে যাওয়া হচ্ছে না। বদলে সোজা টিটাগড়েই নিয়ে যাওয়া হচ্ছে দেহ।
মরদেহের অপেক্ষায় তুমুল উত্তেজনা রয়েছে টিটাগড়ে। এলাকায় বাড়ানো হচ্ছে ফোর্স। প্রতি মোড়ে চেকিং চলছে। টহল দিচ্ছে পুলিস।
ওদিকে রাজভবনে গিয়ে পৌঁছেছেন নিহত বিজেপি নেতার বাবা। তাঁর সঙ্গে রয়েছেন বিজেপি নেতৃত্ব। উল্লেখ্য, এর আগে বিকালেও একবার রাজ্যপালের কাছে দরবার করতে যান কৈলাস বিজয়বর্গীয়। অভিযোগ করেন, ২০ ঘণ্টা পেরিয়ে গেলেও দেহ হাতে দেওয়া হচ্ছে না।
রাজভবনের বাইরের রাস্তা কার্যত অবরুদ্ধ চেহারা নিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় লাঠি, কাঁদানে গ্যাস নিয়ে প্রস্তুত আছে পুলিসও।
এদিকে মণীশ শুক্লার খুনের তদন্তে নেমে এখনও পর্যন্ত মোট ৯ জনকে আটক করেছে সিআইডি। পাশাপাশি, ২টো বাইকও শনাক্ত করা গিয়েছে। যদিও বাইকের নাম্বার প্লেট দুটো ভুয়ো।