অবিশ্বাস্য! ১০২ বছর বয়সে দেশকে সোনার পদক এনে দিলেন মান কউর
স্পেনের মালাগায় অনুষ্ঠিত হয়েছিল ওয়ার্ল্ড মাস্টার্স অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ। সেখানে সোনা জিতেছেন ১০২ বছর বয়সী মান কউর।
এই বয়সে এখনও জিমে যান মান কউর। এমনকী নিয়মিত মাঠে গিয়ে শারীরিক কসরতও করেন।
ওয়ার্ল্ড মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ২০০ মিটার দৌড়ে সোনা জিতলেন তিনি। ১০০-১০৪ বয়সীদের গ্রুপে নেমেছিলেন মান।
প্রচণ্ড অনুশাসনে জীবন কাটান মান কউর। দুই বেলা রুটি খান নিয়ম করে। এছাড়া ফলের জুস ও বাদাম থাকে রোজকার খাবার তালিকায়।
তাঁকে বলা হয় মিরাকল অফ চণ্ডীগড়। ৯৩ বছর বয়সে তিনি অ্যাথলেটিক্সে নাম লিখিয়েছেন।
গত বছর নিউজিল্যান্ডের অকল্যান্ডে আয়োজিত ওয়ার্ল্ড মাস্টার্স গেমসে সোনা জিতেছিলেন তিনি। এছাড়া ২০১১ জাতীয় গেমসে ১০০ ও ২০০ মিটারে সোনা জিতেছিলেন মান কউর।
মান কউরের ছেলে গুরদেবের বয়স ৭৮ বছর। তিনিও একজন অ্যাথলিট। গুরদেবের থেকেই প্রথম অনুপ্রেরণা পান মান।