Market Price: জামাইষষ্ঠীর আগে শহরে চড়া বাজারদর, সরেজমিনে Zee ২৪ ঘণ্টা

Sun, 13 Jun 2021-10:55 am,

নিজস্ব প্রতিবেদন: জামাইষষ্ঠীর আগে এমনিতেই চড়া বাজারদর (Market Price)। তার উপর করোনায় বিধিনিষেধে ঘাটতি রয়েছে জোগানেও। এই অবস্থায় জামাইকে রেঁধে খাওয়াতে পকেটে টান পড়তে পারে বাঙালির। কী বলছে আজকের বাজারদর?

শহরের দুই গুরুত্বপূর্ণ বাজারে সরেজমিনে জি ২৪ ঘণ্টা। ল্যান্সডাউন বাজারে কেমন দাম চলছে, দেখুন একনজরে। উচ্ছে = ৮০ টাকা কেজি, ঝিঙে = ৪০ টাকা কেজি, পটল = ৪০ টাকা কেজি, বরবটি = ৪০ টাকা কেজি, ডাটা = ১৫০ টাকা কেজি, চিচিঙ্গে = ৪০ টাকা কেজি, পেঁপে = ৪০ টাকা কেজি, ফুলকপি = ৪০ টাকা এক পিস, কাঁচালঙ্কা = ৬০ টাকা কেজি, আদা = ৮০ টাকা কেজি, ভেন্ডি = ৪০ টাকা, বেগুন = ৬০ টাকা, টমেটো = ৩০ টাকা কেজি , শসা = ৫০ টাকা কেজি, আলু = ১৪ টাকা কেজি এবং পিঁয়াজ = ৩৫ টাকা কেজি ।

ল্যান্সডাউন বাজারে দাম বেড়েছে লাল শাক, পালং শাক, ডাটা, বেগুন, লাউ, শশা, ধনেপাতার মতো সবজির। সবজি বিক্রেতাদের মতে, এছাড়া বাকি সমস্ত সবজি সঠিক দরেই বিক্রি করছেন তাঁরা।

এদিকে জামাইষষ্ঠীর আগে চড়া মাছবাজারও। লেক মার্কেটে সরেজমিনে তা দেখতে পৌঁছয় Zee ২৪ ঘণ্টা। ইলিশ বনাম চিংড়ির লড়াই বাজারেও। লেক মার্কেটে ইলিশের দাম ১৫০০ টাকা প্রতি কেজি। পিছিয়ে নেই চিংড়িও। কেজি প্রতি চিংড়ির দর ১২০০ টাকা।

চড়া দাম অন্যান্য মাছেও। গলদা চিংড়ি = ৬০০ টাকা কেজি, পমফ্রেট = ৬০০ থেকে ৭০০ টাকা কেজি ও ভেটকি = ৬০০ টাকা কেজি দরে বিকোচ্ছে। তবে বিক্রেতাদের মতে, জামাইষষ্ঠীর দিন মাছের দাম আরও বাড়বে। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link