এক যুগের অবসান, শীঘ্রই উত্পাদন বন্ধ হচ্ছে মারুতি ওমনি-র

Suman Majumder Sat, 27 Oct 2018-6:11 pm,

মারুতি ৮০০ গাড়ির উত্পাদন আগেই বন্ধ হয়েছে। এবার আরও একটি জনপ্রিয় মডেল ওমনি-র উত্পাদন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মারুতি।

কার অ্যান্ড বাইক-কে দেওয়া এক সাক্ষাত্কারে ওমনি-র উত্পাদন বন্ধ করার কথা জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান আর সি ভার্গব।

ব্যক্তিগত কাজের জন্য এখন আর সেভাবে ওমনি-র ব্যবহার হয় না। তবে পাহাড়ি অঞ্চলে এখনও ওমনির ব্যবহার হয়। তা ছাড়া অ্যাম্বুলেন্স ও পুল কার হিসাবেও এই গাড়ির ব্যবহার চলছে। 

ওমনি-র জনপ্রিয়তা এখনও রয়েছে। এক কথায় মেনে নিচ্ছেন মারুতির কর্তারা। তা হলে এমন কঠিন সিদ্ধান্ত কেন? সংস্থার তরফে বলা হয়েছে, ২০২০ তে ভারতে ভেহিকল সেফটি অ্যাসেসমেন্ট চালু হবে। সেক্ষেত্রে নতুন নিয়মের সঙ্গে হয়তো পেরে উঠবে না ওমনি। তাই এখন থেকেই এই মডেলের উত্পাদন বন্ধ করার সিদ্ধান্ত নিচ্ছে মারুতি।

শুধু ওমনি নয়, আরও বেশ কয়েকটা মডেলের উত্পাদন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মারুতি। কারণ ওই একই। 

ওমনি মডেল বন্ধ হওয়া মানে এক যুগের অবসান। ভারতীয় রোডে যে সব মডেলের গাড়ি প্রচুর পরিমানে দেখা যায় তার মধ্যে ওমনি অন্যতম।

একটা সময় রূপোদি পর্দাতেও দেখা গিয়েছে ওমনি-র বহুল ব্যবহার।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link