বিশ্বকাপ অভিযান শেষ, দেশে ফিরেই মন্ত্রী হচ্ছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি!
বাংলাদেশের নড়াইল-২ আসন থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মোর্তাজা। এবার তিনি মন্ত্রী হতে পারেন বলে খবর।
বাংলাদেশের বিশ্বকাপ অভিয়ান শেষ। ভারতের কাছে হেরে সেমিফাইনাল খেলার আশা শেষ মাশরাফির দলের। জানা গিয়েছে, দেশে ফিরেই মন্ত্রী হতে পারেন মাশরাফি।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন মাশরাফি। এমনিতেই বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে মাশরাফিকে নিয়ে জনপ্রিয়তা তুঙ্গে। পূর্ণমন্ত্রী না প্রতিমন্ত্রী নাকি উপমন্ত্রী হতে চলেছেন মাশরাফি, এই নিয়ে কিছু জানা যায়নি এখনও।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন চিন সফরে রয়েছেন। তিনি ফিরলেই মন্ত্রীসভায় একাধিক রদবদল হবে। প্রধানমন্ত্রী ফিরলেই মাশরাফি নতুন দায়িত্ব পেতে পারেন বলে খবর।
বিশ্বকাপ চলাকালীন কিছুদিন আগেই এক সাংবাদিক মাশরাফিকে প্রশ্ন করেছিলেন, ১০-১৫ বছর পর আপনাকে কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখা যেতে পারে? এমন প্রশ্নের জবাব হাসির ছলে এড়িয়ে গিয়েছিলেন বাংলাদেশের ক্যাপ্টেন।