বিরাট কোহলিকে দলে চাইছেন বাংলাদেশের অধিনায়ক
দশজন অধিনায়ক বসেছিলেন একসঙ্গে। আইসিসি উদ্যোগে। অনেকেই বলছেন, এবারের ক্রিকেট বিশ্বকাপ আলাদা। শুরুর আগে থেকেই সেটা মনে হচ্ছে। এবার আইসিসির তরফে দশজন অধিনায়ককে এক টেবিলে বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
দশজন অধিনায়ক একসঙ্গে বসে আড্ডা দিলেন। খোশগল্প করলেন। এমনটা আগে দেখা গিয়েছে নাকি! এবার বিশ্বকাপ শুরুর আগে তেমনই হল।
প্রতিটি দলের অধিনায়কের দিকে একটি একটি করে প্রশ্ন ছুঁড়ে দিচ্ছিলেন সঞ্চালক। একটি মজার প্রশ্ন ছিল ১০ অধিনায়কের উদ্দেশে। অন্য দেশের একজন ক্রিকেটারকে দলে নেওয়ার সুযোগ থাকলে কাকে নিতেন?
ইংল্যান্ডের অধিনায়ক মরগান দুবারের বিশ্বকাপ জয়ী অধিনায়ক রিকি পন্টিংকে নিতেন বলে জানিয়েছেন। বিরাট কোহলি বলেছেন, এমন প্রশ্নের জবাব দেওয়া কঠিন। তবে আমি এবি ডি ভিলিয়ার্সের কথাই বলতাম। কিন্তু ও তো এখন অবসরে। ডু প্লেসি আমার ভালো বন্ধু । ওকে দলে নিতে চাইব।
বাংলাদেশের অধিনায়ক কোহলির দিকে আঙুল তুলে বললেন যে তিনি তাঁকে দলে পেতে চান। কারণ, চাপের মুখে কোহলির মতো ব্যাটিং করতে কেউ পারেন না বলে মনে হয় তাঁর। জেসন হোল্ডার ও গুলবাদিন নাইব প্রশ্ন এড়িয়ে গেলেন। অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ চাইলেন কাগিসো রাবাদাকে। পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ জস বাটলারকে চাইলেন দলে।