সংগঠন বাঁচাতে পাক সেনার সঙ্গে ক্রমাগত বৈঠক করে চলেছে জইশ প্রধান!
বালাকোটে ভারতীয় বায়ুসেনার বিমানহানার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছে জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহার। বিমানহারার পর তাকে রাখা হয়েছিল রাওয়ালপিন্ডির গোথঘানির সেনা হাসপাতালে। সেখান থেকে তাকে সরিয়ে নিয়ে যাওয়া হয় গুজরানওয়ালার সেখুপোরায়।
বুধবারই মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে ঘোষণা করেছে রাষ্ট্রসংঘ। কিন্তু তার আগে থেকেই দেশের এক জায়গা থেকে অন্য জায়গায় দৌড়চ্ছিল জইশ প্রধান। তাকে কমান্ডো নিরাপত্তাও দিয়েছে পাক সেনা।
শরীর অসুস্থ থাকা সত্বেও কেন এই দৌড়াদৌড়ি? আন্তর্জাতিক মহলের মতে মাসুদ আজহার বুঝে গিয়েছিল চিন খুব বেশিদিন তাকে বাঁচাতে পারবে না। তাই সংঠনকে সেই বার্তাই দিতে উদ্যাগী হয়েছিল সে। ইতিমধ্যেই জইশের অধিকাংশ দায়িত্ব সামলায় তার ভাই রউফ।
বর্তমানে নতুন সংগঠন তৈরি করেছে মাসুদ আজহার। জইশ ভেঙে এখন তৈরি হয়েছে আল বদর। সেই সংগঠনের জঙ্গিদের চলাফেরা নিশ্চিত করতেই আজহার সেনা বাহিনীর সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। এমনটাই মনে করছে বিভিন্ন মহল।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী গত সপ্তাহে পাক অধিকৃত কাশ্মীরের নিলম ভ্যালিতে এসেছিল মাসুদ আজহার। মনে করা হচ্ছে গ্রীষ্মে আল বদর জঙ্গিদের ভারতে ঢোকানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করতে পাক সেনার সঙ্গে কথা বলছে আজহার।