Private Hospital Fire: বেসরকারি হাসপাতালে ভয়ংকর আগুন! ঝলসে মৃত ৬, গুরুতর আহত...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তামিলনাড়ুর দিন্দিগুল জেলায় একটি বেসরকারি হাসপাতালে বিধ্বংসী আগুন। জানা গিয়েছে, দুর্ঘটনায় কমপক্ষে ছ'জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে তিনজন মহিলা ও একজন শিশু।
পুলিস সূত্রে জানা গিয়েছে, অন্তত ২৯ জন রোগীকে বেসরকারি হাসপাতাল থেকে ডিন্ডিগুল সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। উদ্ধার ও ত্রাণ তদারকির জন্য জেলা কালেক্টর এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা গিয়েছে, ওই হাসপাতালটি মূলত একটি অর্থোপেডিক হাসপাতাল। দুর্ঘটনাটি ঘটে, বৃহস্পতিবার মধ্যরাতে।
হাসপাতালে আগুন লাগার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিস এবং দমকলের সদস্যরা। তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু হয়েছিল সেখানে।
জানা গিয়েছে, উদ্ধারকাজ চলাকালীন হাসপাতালের লিফটে ৬ জনকে অচৈতন্য অবস্থায় পাওয়া যায়। পরে তাদের সঙ্গে সঙ্গে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তাঁদের মৃত বলে ঘোষণা করা হয়।
পুলিসের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই অগ্নিকাণ্ড শর্টসার্কিটের কারণে হয়ে থাকতে পারে। এই অগ্নিকাণ্ডের ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের জানলা দিয়ে গলগল করে আগুনের শিখা বের হচ্ছে।