দীপাবলির মুখে তপসিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড (ভিডিয়ো), পুড়ে ছাই ১০০টি ঘর
নিজস্ব প্রতিবেদন : দীপাবলির মুখে শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। এদিন বিকালে ভয়াবহ আগুন লাগল তপসিয়ায়।
তপসিয়ার ২৪ নম্বর বাস স্ট্যান্ড লাগোয়া খালপাড়ের বস্তিতে আগুন লাগে।
আগুন লাগার খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। পরে আরও ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে।
যুদ্ধকালীন তত্পরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। ঘটনাস্থলে পৌঁছল দমকল মন্ত্রী সুজিত বসু ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
মোট ২০টি ইঞ্জিন প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এমনটাই জানিয়েছেন ডিজি ফায়ার জগমোহন।
তবে ততক্ষণে কমপক্ষে ১০০টি ঝুপড়ি পড়ে ছাই হয়ে গিয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহায়-সম্বল হারিয়ে মাথায় হাত ১০০টি পরিবারের।