শহরে বিয়ারের আকাল, গরমে গলা ভেজাবেন কীসে?
রাজ্যজুড়ে বিয়ারের ঘোর আকাল। গরম পড়ে গেল। কিন্তু গলা ভেজানোর পানীয় উধাও। কেন?
দাম নিয়ে বিয়ার কোম্পানিগুলির সঙ্গে সরকারের টানাপোড়েন।
এই টানাপোড়েনের ফলে উত্পাদন থমকে গেছে কল্যাণী, ধনেখালি সহ বেশ কয়েকটি কারখানায়।
প্রতিমাসে কুড়ি থেকে বাইশ লক্ষ ক্রেট বিয়ার বিক্রি হয় রাজ্যে। ১টি ক্রেটে ১২টি বিয়ারের বোতল থাকে। উত্পাদন থমকে যাওয়ায় দোকানে দোকানে বিয়ার সরবরাহ বন্ধ।
সম্প্রতি আবগারি শুল্ক বাড়িয়েছে সরকার। অথচ সেই অনুপাতে আবগারি দফতর দাম বাড়াতে দিচ্ছে না।
সরকারের বেঁধে দেওয়া দামে বিয়ার বিক্রি করলে, অনেক ক্ষতি হবে। বিয়ার কোম্পানিগুলির অভিযোগ এমনই। তাই উত্পাদনই বন্ধ করে দিয়েছে তারা।
মার্চ থেকে জুলাই মাসের মধ্যে সবথেকে বেশি বিয়ার বিক্রি হয়।
পাওয়া না গেলে পড়ে যেতে পারে বিয়ারের বাজার।
তবে, পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাওয়ার আশা রাখছেন প্রত্যেকে।