নরেন্দ্র মোদী-ইমরান খানের `ম্যাচ ফিক্সিং`য়ের ফল পুলওয়ামা, বিস্ফোরক অভিযোগ
পুলওয়ামায় আত্মঘাতী, তারপর ভারতের এয়ার স্ট্রাইক- জমে উঠেছে রাজনীতি। এবার তাতে নয়া মাত্রা সংযোজন করলেন কংগ্রেস সাংসদ বিকে হরিপ্রসাদ। তাঁর দাবি, এটা নরেন্দ্র মোদী ও ইমরান খানের মধ্যে ম্যাচ ফিক্সিং।
বিকে হরিপ্রসাদের কথায়,''পুলওয়ামার পরে ঘটনাক্রম দেখলেই স্পষ্ট, পাকিস্তানিদের সঙ্গে ম্যাচ ফিক্সিং করেছেন নরেন্দ্র মোদী''।
কেন এমন অভিযোগ করছেন? বিকে হরিপ্রসাদের যুক্তি,''ওরা আখলাকের বাড়িতে ২ কেজি গোমাংস পেয়ে গেল, কেরলে অতিথিশালায় গোমাংস খুঁজে বের করতে পারল, অথচ জাতীয় সড়কে ৩৬০ কেজি আরডিএক্স চিহ্নিত করতে পারল না। লজ্জা করা উচিত ওদের''। '
ভারতের সেনাবাহিনীর চেয়ে পাকিস্তানের উপরে রাহুল গান্ধী বেশি ভরসা করছেন বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। তার পাল্টা বিকে হরিপ্রসাদের বক্তব্য, এটা নরেন্দ্র মোদী ও ইমরান খানের মধ্যে ম্যাচ ফিক্সিং। তাছাড়া কোনওভাবেই পুলওয়ামা ঘটত না।
বিকে প্রসাদকে পাল্টা দিয়েছেন রবিশঙ্কর প্রসাদ। তাঁর কথায়,''সমস্ত সীমা পার করে গিয়েছে কংগ্রেস। দেশ ও সেনাবাহিনীকে অপমান করছে ওরা। ৪০জন শহিদের আত্মহুতিকে অসম্মান করছে কংগ্রেস। ওদের থেকে ক্ষমাপ্রার্থনা চাই না। দেশবাসী উচিত শিক্ষা দেবে''।
এর আগে অমিত শাহের অসুস্থতা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন বিকে প্রসাদ। বলেছিলেন, কর্ণাটকে কংগ্রেস-জেডিএস সরকার ফেলার চেষ্টা করাতেই সোয়াইন ফ্লু হয়েছে অমিত শাহের।
গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা জইশ-এ-মহম্মদের আত্মঘাতী হামলায় শহিদ হন ৪০ জন জওয়ান। তারপর নিয়ন্ত্রণ রেখার ওপারে বালাকোটে জইশের জঙ্গি ঘাঁটিতে এয়ার স্ট্রাইক করে ভারতীয় বায়ুসেনা।