Deepika র Nude make-up লুকের সঙ্গে মানানসই Dangle Earrings, নজর কেড়েছে সবার

Thu, 29 Jul 2021-8:18 am,

 Deepika র পোশাকের সঙ্গে মিলিয়ে নজর কাড়ে তাঁর কানের ডিজাইনার দুল  (Chandelier Earrings) ।  

তাঁর স্টাইল স্টেটমেন্টে মুগ্ধ আট থেকে আশি, হিরের এই দুল (Versatile  Diamond EarRing ) Western থেকে Ethnic সমস্ত লুকেই তাঁকে মুগ্ধ দেখিয়েছে। 

ঈর্ষণীয় স্টাইল স্টেটমেন্ট, স্পষ্টবক্তা, ব্যক্তিত্বশালী এই অভিনেতার  Long Dangle Earring তাঁকে আরও আকর্ষণীয় করেছে। 

বলিউডের এই অভিনেতার স্টাইল স্টেটমেন্ট তাঁর অনুরাগীদের কাছে খুবই জনপ্রিয়,  শাড়ির সঙ্গে Danglers Earrings তাঁকে আরও স্টাইলিশ করে তুলেছে। 

বিনা মেকআপে বহুবার ভক্তদের সঙ্গে তাঁকে দেখা গিয়েছে, Deepika তাঁর Nude make-up লুকের সঙ্গে মানানসই Danglers পরেছেন যা তাঁর সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছেন। 

শ্যুটিং সেরে ফেরার সময় প্রায়শই Deepika পাপারাৎজির ক্যামেরায়  ধরা পড়ে । এথনিক লুকে তিনি ভারতীয় নারীর অনবদ্য সৌন্দর্য বহন করন। ভারতীয় সাজের সঙ্গে মানানসই মুক্ত ও কুন্দনের কানের দুল তাঁকে মানিয়েছে। 

দিপীকা পাড়ুকোনের পোশাক ও স্টাইল স্টেটমেন্ট ইতিমধ্যেই চর্চার তুঙ্গে। তবে Deepika র কানের দুলের স্টাইলে মুগ্ধ তাঁর অনুরাগীরা। মুক্ত থেকে হিরে এমনকি জাঙ্ক জুয়েলারির কানের দুলেও তাঁকে অনন্য লাগে।    রণবীর সিং বেশ কয়েকবার তাঁর স্ত্রীর পোশাক সামলাতে সাহায্যও করছেন।  Deepika হিরের কানের দুলে  ( Diamond -Encrusted Earring) অনবদ্য। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link