দাবি, ইদগাহ সরাতে হবে! মথুরায় শ্রীকৃষ্ণ বিরাজমানের মামলা গ্রহণ করল আদালত

Fri, 16 Oct 2020-10:01 pm,

১৩.৩৭ একর জমি। আর সেই জমিতে সপ্তদশ শতক থেকে শাহি ইদগাহ রয়েছে। সেই ইদগাহ সরানোর দাবিতে মামলা।ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান-এর সেই মামলা গ্রহণ করল  মথুরার আদালত।

শ্রীরাম জন্মভূমির পর মথুরায় শ্রীকৃষ্ণ জন্মভূমির জমি নিয়েও শুরু হয়েছিল বিতর্ক। এর পরই শ্রীকৃষ্ণ বিরাজমানের তরফে রঞ্জনা অগ্নিহোত্রী ও ছজন ভক্ত আদালতে জমির অধিকার চেয়ে মামলা করেন। 

মন্দির চত্বরে থাকা ইদগাহ সরাতে হবে। এমনটাই ছিল মামলার দাবি। তবে সেই মামলা আদালত গ্রহণ করবে কি না তা নিয়ে প্রশ্ন ছিল। কারণ ১৯৯১ সালে প্রণয়ন হওয়া আইন অনুযায়ী, দেশের কোনও উপাসনাস্থলের চরিত্র বদলানো যাবে না। স্বাধীনতার সময় উপাস্থনস্থল যেমন অবস্থায় ছিল তেমনই রাখতে হবে। আর এই নিয়ে দেশের কোনও আদালতের মামলার আবেদন গ্রহণ নিয়েও নিষেধাজ্ঞা ছিল।

এদিন মথুরার জেলার আদালত সেই মামলা গ্রহণ করেছে। এর আগে মথুরার নগর দেওয়ানি এই মামলার আবেদন খারিজ করেছিল। 

শ্রীকৃষ্ণ বিরাজমানের আইনজীবীর দাবি, মামলায় মন্দিরের চরিত্র বদলের আবেদন করা হয়নি। বরং মন্দির কর্তৃপক্ষ হকের জমির অধিকার চেয়েছে। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link