আগামী ৪৮ ঘণ্টায় আরও পুড়বে বাংলা, সঙ্গে জারি থাকবে তাপপ্রবাহও
প্রবল গরমে হাঁসফাঁস করছে কলকাতা। নাভিশ্বাস উঠছে শহরবাসীর। বৃষ্টির জন্য হাপিত্যেশ করছে কলকাতাবাসী। কিন্তু এই পরিস্থিতিতে কোনও সুখবর দিতে পারছে না আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস দিচ্ছে অশনিসংকেত।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী দু'দিন সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বেশি থাকবে। একইসঙ্গে পাল্লা দিয়ে থাকবে আর্দ্রতাও। ফলে অস্বস্তিসূচক আবহাওয়া বজায় থাকবে। একইসঙ্গে তাপপ্রবাহের সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস।
কলকাতায় আগামি ২দিন সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বেশি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে কলকাতায় তাপপ্রবাহের কোনও সতর্কতা নেই।
পাশাপাশি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি ও নদিয়াতেও পারদ স্বাভাবিকের থেকে ২ থেকে ৩ ডিগ্রি বেশি থাকবে বলে পূর্বাভাস।
অন্যদিকে, আগামী ২ দিন প্রবল গরমের সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও মালদায় তাপপ্রবাহ চলবে বলে সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।