Md Ali Park Durga Puja 2022: সমাধান অধরা, খুলেই ফেলতে হল মহম্মদ আলি পার্কের প্যান্ডেল

Thu, 25 Aug 2022-9:30 pm,

অয়ন ঘোষাল: পুজোর বাকি মেরেকেটে মাত্র এক মাস। তার আগেই কলকাতা দুর্গাপুজোর ইতিহাসে বেনজির ঘটনা। পুরসভার নির্দেশে শেষ পর্যন্ত খুলে ফেলা হল মহম্মদ আলি পার্কের নির্মীয়মাণ পুজো মণ্ডপ। পার্কে দর্শনার্থীদের প্রবেশেও জারি হল নিষেধাজ্ঞা।

কী কারণে এমন সিদ্ধান্ত? পুরসভার দাবি, মহম্মদ আলি পার্কের নির্মীয়মাণ মণ্ডপের নিচেই রয়েছে ব্রিটিশ আমলের ইটের গাঁথনি দেওয়া পুরসভার ভূগর্ভস্থ জলাধার। দর্শনার্থীদের ভিড়ের চাপে যেকোনও সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। পুরসভা জানায়, পুজো পার্কেই হোক। কিন্তু কোনও দর্শককে পার্কের ভিতর ঢুকতে দেওয়া যাবে না। অপরদিকে পুজো কমিটির যুক্তি, এখন যেখানে মন্ডপ, সেখানে ঠাকুর দেখতে হলে পার্কে না ঢুকে উপায় নেই। যদিও নিজ সিদ্ধান্তেই অনড় থেকে পার্কের ভিতর মেলা ও পুজোর অনুমতি দেয়নি কেএমসি।

অবশেষে বৃহস্পতিবার পুরসভার নির্দেশ মতো খুলে ফেলা হল মহম্মদ আলি পার্কের নির্মীয়মাণ পুজো মণ্ডপ। নতুন ভাবে মণ্ডপ গড়বে মহম্মদ আলি পার্ক পুজো কমিটি। ফুটপাথের আট ফুট, এবং পার্কের ভিতর বারো ফুট, মোট কুড়ি ফুটের একটা ছোট মণ্ডপ গড়া হবে। অভিমুখ থাকবে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিকে। ড্রাইভ ইন বা ওয়াক ইন পন্থায় দর্শনার্থীরা প্রতিমা দর্শন করবেন। 

গোটা ঘটনায় ক্ষোভ ফেটে পড়েছেন পুজো কমিটির সদস্যরা। উদ্যোক্তাদের একাংশের মন খারাপ। জি ২৪ ঘণ্টাকে জানান, 'কান্না পাচ্ছে। কিন্তু কিছু বলার নেই। দেড়-দুমাস আগে খুঁটিপুজো হয়েছিল। পুরসভা কি ঘুমিয়ে ছিল?' 

দর্শনার্থীদের ভিড়ের চাপে কলকাতায় নামী কমিটির পুজো বন্ধ হয়েছে এর আগে। হাইকোর্টের নির্দেশে কোভিডকালে পুজো বন্ধের বা আয়োজনে কাটছাঁটের নজিরও রয়েছে। তবে ইউনেস্কোর স্বীকৃতি উদযাপনে এবছর যখন মহাসমারোহ, তখন খোদ সরকারি সংস্থার নির্দেশে পুজোর ঠিক একমাস আগে উত্তর কলকাতার অন্যতম বড় পুজোর মণ্ডপ খুলে ফেলার নজির বিরল।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link