Mecca and Madina Flooded: মরুদেশে ভয়াবহ বৃষ্টিবন্যা! জলের তলায় শহর, জনজীবন সম্পূর্ণ স্তব্ধ...

Soumitra Sen Tue, 07 Jan 2025-6:00 pm,

মক্কা ও মদিনা হল মহা তীর্থক্ষেত্র। ইসলামে এই দুটি মহা স্থান বলে বিবেচিত। সারা বিশ্বের মুসলিমেরা এই দুটি পুণ্যস্থানে যেতে চান। হজ ও উমরাহ করতে বহু মুসলিম এখানে আসেন। 

এহেন পুণ্যক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগ চরমে উঠেছে। ভয়ংকর বৃষ্টি চলছে সেখানে। আগামীকাল বুধবার পর্যন্ত সেখানে বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা। 

সৌদি আরবে এত বৃষ্টি যেন ভাবাই যায় না! সৌদির বহু শহর ইতিমধ্যেই জলের তলায়। অতি বৃষ্টিতে সৌদিকে যেন চেনাই যায় না!

শিলাবৃষ্টি, বজ্রপাত, ধুলোঝড়-- সঙ্গে ভয়াবহ বৃষ্টি গোটা সপ্তাহ জুড়ে। সতর্কতাও জারি হয়েছে। 

আল-মদিনার 'মসজিদ-ই-নববি'-ই হল এর অন্যতম পবিত্র স্থান। এটিও জলে প্লাবিত হয়েছে বলে জানা গিয়েছে। এমনকি মসজিদের ভিতরেও জল!

জনজীবন সম্পূর্ণ স্তব্ধ। স্কুল বন্ধ। মানুষজনকে যথাসম্ভব বাড়িতেই থাকতে বলা হয়েছে। প্রশাসন যথাসম্ভব চেষ্টা করছে পরিস্থিতি স্বাভাবিক করার। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link