৬০ বছর বয়সী সুপারমডেল! দীনেশ মোহন বোঝান, বয়স একটা সংখ্যামাত্র
বয়স তাঁর ৬০ বছর। কিন্তু এটা সংখ্যামাত্র। তিনি এই বয়সে এমন অনেক কিছু করেন যা অনেক কমবয়সী ছেলেমেয়েও করে থাকে।
বয়সের ধার ধারেন না তিনি। নিয়মিত ফটোশুট করেন। রাম্পওয়াকও। স্টাইল স্টেটমেন্টে যে কোনও কমবয়সী মডেলকে টেক্কা দিতে পারেন ৬০ বছরের দীনেশ মোহন।
একটা সময় প্রচণ্ড মোটা হয়ে গিয়েছিলেন। তার পর শরীর ঝড়ানেরা চেষ্টা করতে থাকেন। ৫০ কেজি ওজন কমান। তার পর থেকেই মডেলিং জগতে নাম করতে শুরু করেন দীনেশ।
হরিয়ানার শিক্ষা দফতরে চাকরি করতেন দীনেশ। কিন্তু নিজের সাদামাটা জীবন নিয়ে খুশি ছিলেন না। কিছু একটা আলাদা করার তাগিদ অনুভব করতেন। সেই থেকেই মডেলিংয়ে হাতে খড়ি। তবে মডেলিং জগতে আসতে তাঁর অনেকটাই দেরি হয়ে যায়। তাতে অবশ্য থেমে থাকেননি দীনেশ।
২০১৬ সালে তাঁর প্রথম ফটোশুট হয়। তার পর তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। দীনেশ মোহন এখন একজন সুপামডেল।