All 10 Captains For IPL 2023: এক ঝলকে এবারের ১০ অধিনায়কের সঙ্গে পরিচয় সেরে নিন

Tue, 28 Mar 2023-4:46 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগামী ৩১ মার্চ থেকে শুরু আইপিএল সিক্সটিন। গতবারের চ্যাম্পিয়ন হার্দিক পাণ্ডিয়ার গুজরাত টাইটান্স ও এমএস ধোনির চারবারের চ্যাম্পিয় চেন্নাই সুপার কিংস দ্বৈরথেই পর্দা উঠছে আইপিএল সিক্সটিনের। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সন্ধে সাড়ে সাতটায় শুরু ম্যাচ। তার আগে এক ঝলকে এবারের ১০ অধিনায়কের সঙ্গে পরিচয় সেরে নিন।

৪১ বছরের ধোনির সম্ভবত এটিই শেষ আইপিএল। আইপিএলের ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক ধোনি। ২০০৮ সালে আইপিএলের আবির্ভাব হয় ভারতীয় ক্রিকেটে। সেই বছর চেন্নাই ধোনিকে আইকন ক্রিকেটার হিসাবে দলে নেয়। বিশ্বকাপ জয়ী কিংবদন্তির নেতৃত্বে চেন্নাই চারবার আইপিএল খেতাব ও দু'বার চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ জিতেছে। ধোনি চাইবেন পঞ্চমবার এই খেতাব জিততে। জিতেই মধুরেণ সমাপয়েৎ করতে।

 

রোহিতও আইপিএলের অন্যতম সেরা অধিনায়ক। পাঁচবারের চ্যাম্পিয়ন দলের গত মরসুম গিয়েছিল অত্যন্ত হতশ্রী। রোহিত চাইবেন হিসেব উল্টে দিতে।

 

ভয়ংকর গাড়ি দুর্ঘটনায় আহত ঋষভ পন্থের পরিবর্তে এবার ডেভিড ওয়ার্নারের কাঁধে দিল্লি ক্যাপিটালসের দায়িত্ব।

 

গতবছর বিরাট কোহলি আরসিবি-র ক্যাপ্টেনসি ছেড়ে দেওয়ার পর দলের দায়িত্ব নিয়েছেন প্রোটিয়া তারকা ফাফ দু প্লেসিস।

 

পিঠের চোটে কাবু শ্রেয়স আইয়ার। তার খেলা হচ্ছে না আইপিএল। শ্রেয়সের পরিবর্তে এবার কেকেআরের দায়িত্ব নীতীশ রানার কাঁধে।

 

কেন উইলিয়ামসনকে ছেড়ে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। এবার অরেঞ্জ আর্মির দায়িত্বে প্রোটিয়া ক্যাপ্টেন আইদেন মারক্রম।

 

শিখর ধাওয়ানই সামলাবেন প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজি। গত মরসুমে তিনি ১৪ ইনিংসে ৪৬০ রান করেছিলেন। হয়েছিলেন দলের সর্বোচ্চ স্কোরার।

 

গতবছর আইপিএল অভিষেক করেই চমকে দেয় গুজরাত টাইটান্স। হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় তাঁর ফ্র্যাঞ্চাইজি। এবারও তিনিই ক্যাপ্টেন।

 

গতবছর আইপিএল অভিষেক করেছিল লখনউ সুপার জায়েন্টসও। রাহুলের নেতৃত্বে দল তিনে শেষ করেছিল। এবার রাহুল চাইবেন আরও ভালো করতে।

 

গতবছর সঞ্জুর ক্যাপ্টেনসিতে রাজস্থান আইপিএল ফাইনাল খেলেছিল। এবার সঞ্জু চাইবেন অধরা ট্রফি স্পর্শ করতে।    

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link