আলাপ করুন, ইনিই সেই Mithun Chakraborty-র দত্তক কন্যা দিশানি
৭ মার্চ বিজেপিতে যোগ দিয়েছেন 'মহাগুরু' মিঠুন চক্রবর্তী। অভিনেতার বিজেপিতে যোগ দেওয়ার সঙ্গেই আলোচনায় উঠে এলেন তাঁর মেয়ে দিশানি চক্রবর্তী।
মিঠুন চক্রবর্তীর ৪ সন্তান মিমোহ চক্রবর্তী, রিমোহ চক্রবর্তী, নামসী চক্রবর্তী আর দিশানি চক্রবর্তী। জানা যায়, দিশানিকে কলকাতা থেকে দত্তক নিয়েছিলেন মিঠুন।
৪ দাদার একমাত্র বোন হওয়ার কারণে দিশানি হলেন মিমোহ, রিমোহ এবং নামসী চক্রবর্তীর হৃদয়ের ভীষণই কাছের।
শোনা যায়, জন্মের পরই ছোট্ট দিশানিকে পরিত্যাগ করেছিলেন তাঁর নিজের বাবা-মা। কলকাতা সংলগ্ন একটি পরিত্যক্ত জায়গা থেকে তাঁকে কুড়িয়ে পান মিঠুন। নাম রাখেন দিশানি।
জানা যায়, নিউ ইয়র্ক ফিল্ম অ্যকাডেমি থেকে পড়াশোনা করেছেন দিশানি।
২০১৭ সালে Holy Smoke নামে একটি ছবির মাধ্যমে অভিনয় দুনিয়ায় পা রাখেন দিশানি। যে ছবির পরিচালক ছিলেন মিঠুন চক্রবর্তীর ছেলে উশমে চক্রবর্তী।
বেশকিছু শর্টফিল্মেও অভিনয় করেছেন দিশানি চক্রবর্তী। যার মধ্যে 'আন্ডারপাস', 'সাটল এশিয়ান ডেটিং উইথ পিবিএম' অন্যতম।
নেটদুনিয়াতেও বেশ জনপ্রিয় দিশানি চক্রবর্তী। ইনস্টাগ্রামে তাঁর অনুগামীর সংখ্যা ৮০ হাজারেরও বেশি।