Karman Kaur Thandi: ইনিই এখন ভারতের টেনিস সেনসেশন, চেনেন কি দিল্লির বছর চব্বিশের সুন্দরীকে?

Tue, 28 Feb 2023-6:03 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চোট-আঘাত সত্ত্বেও করমনকে আগামীর তারকা হিসেবে দেখা হচ্ছে। ডব্লিউটিএ ব়্যাঙ্কিংয়ে প্রথম ১০০-র মধ্যে আসার সম্ভাবনা রয়েছে করমনের

 

করমনকে একাধিক চোট আঘাতের সঙ্গে লড়াই করতে হয়েছে কেরিয়ারে। ২০১৯ সালে স্ট্রেস ফ্র্যাকচারের বহু মাস ছিলেন অ্যাকশনের বাইরে।

 

 

দিল্লির বছর চব্বিশের কন্যা কানাডা, স্পেন ও ইতালিতে ভয়ংকর ট্রেনিং করেন।

 

করমন আইটিএফ সিঙ্গল ও ডাবলস খেতাব জিতেছেন এখনও পর্যন্ত। 

 

জাকার্তায় অনুষ্ঠিত ২০১৮ এশিয়ান গেমসে কারমন প্রতিনিধিত্ব করেছেন। সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে গিয়েছিলেন তিনি।

 

 

করমন জুনিয়র পর্যায়ে ভারতের হয়ে চারটি গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টেই প্রতিনিধিত্ব করেছেন।

 

করমন ২০১৮ সালে কাজাখস্তানের বিরুদ্ধে ফেড কাপ অভিষেক করেছিলেন। বিশ্বের ৫৫ নম্বর জারিনা ডিয়াসকে হারিয়ে দিয়েছিলেন তিনি।

 

২০১৭ সালে করমন ডব্লিউটিএ ব়্যাঙ্কিংসে প্রথম ২০০-র মধ্যে এসেছিলেন। ষষ্ঠ ভারতীয় হিসেবে এই রেকর্ড করেন তিনি।

 

করমন ২০১৪ সালে দিল্লিতে অনুষ্ঠিত আইটিএফ উইমেন'স সার্কিটে আন্তর্জাতিক অভিষেক করেছিলেন। 

 

করমন কউর ঠান্ডি দিল্লিতে বেড়ে ওঠেন। আট বছর বয়স থেকে করমন টেনিস খেলা শুরু করেন। তাঁর কোচ ছিলেন আদিত্য সচদেবা।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link