Meet Pavana Nagaraj And Sahana Kumari: মা-মেয়ে শুধু রেকর্ড ভাঙেন! অনেকেরই অচেনা তাঁরা, চিনলে গর্ব হবে ভারতীয় হিসাবে
মায়েদের জন্য়। এই দিন মায়ের জন্য় সন্তানের সেলিব্রেশনের। এমন দিনেই আপনাদের শোনাব দেশের এক কৃতী মা ও মেয়ের গল্প। তাঁদের নাম পাভানা নাগারাজ ও সাহানা কুমারী।
পাভানা ১৮ বছরের প্রতিভাবান হাই জাম্পার। অনুর্ধ্ব ১৬ মহিলা জুনিয়র জাতীয় চ্যাম্পিয়নশিপে হাই জাম্প ইভেন্ট-এ সোনা জিতে চমকে দিয়েছিলেন পাভানা। গত মার্চে ২২ তম জুনিয়র জাতীয় চ্য়াম্পিয়নশিপে কর্ণাটকের হয়ে গোল্ডেন ডাবল জিতে এশিয়ান জুনিয়র অ্যাথলেটিক্স মিটে নিজের জায়গা পাকা করে নিয়েছিলেন। অনূর্ধ্ব-২০ এশিয়ান অ্যাথলেটিক্স চ্য়াম্পিয়নশিপে পাভানার রয়েছে সোনা। আর তাও মা-বাবার তত্ত্বাবধানেই।
পাভানার মাও কিন্তু জাতীয় রেকর্ডধারী হাই জাম্পার। তাঁরও অনূর্ধ্ব-২০ এশিয়ান অ্যাথলেটিক্স চ্য়াম্পিয়নশিপে সোনা রয়েছে। ২০০৫ সালে সাহানা তখন এক মাসের অন্তঃসত্ত্বা। পাভানাকে গর্ভে নিয়েই তিনি নয়াদিল্লির আন্তরাজ্য রেলওয়ের হাই জাম্প প্রতিযোগিতায় অংশ নিযেছিলেন। পাভানা এই ইভেন্টে ভারতের শীর্ষ প্রতিযোগী ছিলেন। অভাবনীয় বললেও কম। তিনি ২০১২ সালে লন্ডন অলিম্পিক্সে প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন এবং বর্তমানে সিনিয়র জাতীয় রেকর্ডধারী। পাভানা এখন মায়ের পদাঙ্কই অনুসরণ করছে।
দেখতে গেলে এই পরিবারই রেকর্ড ভাঙার নেশায় মত্ত। বিজি নাগরাজ ছিলেন ১০০ মিটার দৌড়ে জাতীয় পুরস্কারজয়ী। বোঝাই যাচ্ছে এই পরিবার খেলাধুলোই শুধু বোঝে।
এক সাক্ষাৎকারে পাভানা বলেছেন, 'আমার বাবা ও মা দু'জনেই ভারত এবং এশিয়ার বিভিন্ন ইভেন্ট থেকে পদক পেয়েছেন এবং সেগুলি আমাদের বাড়িতে রাখা রয়েছে। আমার সবসময় মনে হয় আমারও নূন্য়তম সেই সংখ্য়ায় পদক জেতা উচিত।'