রাফিয়াৎ রশিদ মিথিলা, সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী সম্পর্কে এই তথ্যগুলি জানেন?

Sun, 08 Dec 2019-5:20 pm,

শুক্রবার বাংলাদেশের অভিনেত্রী তথা সমাজকর্মী রাফিয়াৎ রশিদ মিথিলার সঙ্গে বিবাহ-বন্ধনে আবদ্ধ হন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।

সৃজিত মুখোপাধ্যায়ের অভিনেত্রী তথা সমাজকর্মী স্ত্রী কিন্তু বাংলাদেশে যথেষ্ঠ জনপ্রিয়। সেশের জনপ্রিয় অভিনেত্রী তথা সমাজকর্মী মিথিলার সম্পর্কে এই তথ্যগুলি কি জানেন?

ছোট থেকেই পড়াশোনাতে বেশ ভালো মিথিলা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করেছেন। পরবর্তীকালে পড়াশোনার জন্য আমেরিকাতেও যান তিনি।

পরবর্তীকালে ঢাকার ব্রাক ইউনিভার্সিটি আর্লি চাইল্ডহুড ডেভলপমেন্ট-এও মাস্টার্স করেন। সেখান থেকে সাম্প্রতিক কালে মিথিলা স্বর্ণপদক পান।

মিথিলা শুধু অভিনেত্রী ও সমাজকর্মীই নন, তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় সঙ্গীতশিল্পী, গীতিকার এবং সুরকার। তিনি গান শিখেছেন হিন্দোল সংগীত অ্যাকাডেমি থেকে, নাচ শিখেছেন বেণুকা ললিতকলা অ্যাকাডেমি থেকে, আর অভিনয় শিখেছেন লোক নাট্যদলের চিলড্রেনস থিয়েটারে। ভরতনাট্যম, কত্থক ও মণিপুরী নাচের উপর প্রশিক্ষণ নেওয়া রয়েছে মিথিলার। 

বর্তমানে ব্র্যাক ইন্টারন্যাশানালের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের প্রধান হিসাবে কর্মরত রয়েছেন। 

বাংলাদেশ ও আমেরিকাতে শিক্ষকতার অভিজ্ঞতাও রয়েছে মিথিলার।

লেখালেখি করার অভ্যাসও রয়েছে মিথিলার। ছোটদের জন্য বেশকিছু বইও লিখেছেন মিথিলা।

মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন মিথিলা। বাংলাদেশের বেশকিছু সংস্থার বিজ্ঞাপনের মুখ হয়ে ওঠেন তিনি। 

মডেলিং-এর পাশাপাশি বিভিন্ন টিভি ধারাবাহিক, টেলিফিল্ম, মিউজিক অ্যালবামে অভিনয় করা শুরু করেন মিথিলা, জনপ্রিয়তাও পান।

এশিয়া, আফ্রিকার বিভিন্ন দেশে শিশুদের উন্নয়নের বিষয়ে কাজ করছেন রাফিয়াৎ রশিদ মিথিলা। 

২০০৬ সালে রাফিয়াৎ রশিদ মিথিলা বিয়ে করেন বাংলাদেশের সঙ্গীতশিল্পী তাহসান রহমান খানকে। 

বিয়ের পর তাহসান রহমান খানের সঙ্গে মিলেই বেশকিছু গানের অ্যালবাম প্রকাশ করেন মিথিলা। 

২০১৩ সালের ৩০ এপ্রিল মিথিলা ও তাহসানের জীবনে আসে কন্যা সন্তান। 

২০১৭ সালে বিবাহ-বিচ্ছেদ হয় মিথিলা ও তাহসানের। 

২০১৯ সালের নভেম্বরে মিথিলার সঙ্গে নাট্য পরিচালক ইফতেখার আহমেদ ফাহমির সম্পর্ক নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link