WATCH | Pilar Rubio: ইনি বিখ্যাত ফুটবলারের লাস্যময়ী স্ত্রী! মোট সম্পত্তির পরিমাণ জানলে চমকে যাবেন
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সদ্য়ই আন্তর্জাতিক ফুটবলকে আলবিদা বলেছেন সের্জিও ব়্যামোস। বিশ্বকাপ জয়ী স্প্যানিশ ডিফেন্ডার সর্বকালের অন্যতম সেরাদেরই একজন। তবে জনপ্রিয়তায় ব়্যামোসের চেয়ে কম নন তাঁর স্ত্রী পিলার রুবিও। স্প্যানিশ কিংবদন্তির সঙ্গে পিলারের সম্পর্ক ও লাভ লাইফ নিয়েই রইল এই প্রতিবেদন।
পিলার পেশায় স্প্যানিশ সাংবাদিকা ও টিভি প্রেজেন্টার। তিনি লা সেক্সটা, টেলেসিনকো, কুয়াত্রো ও অ্যান্টেনা থ্রি-র মতো চ্যানেলের সঙ্গে কাজ করেছেন।
পিলারকে ইনস্টাগ্রাম ফলোয়ার্সের সংখ্যা ৯.২ মিলিয়ন। তাঁর মোট সম্পত্তির পরিমাণ এই ১০ মিলিয়ন ডলারের কাছাকাছি।
পিলারের বয়স ৪৪ বছর। ১৯৭৮ সালের ১৭ মার্চে জন্মানো পিলারের এই বয়সেও সৌন্দর্য চমকে দেওয়ার মতো।
সোশ্যাল মিডিয়ায় আলাপ হয় সের্জিও-পিলারের। তারপর একে অপরের প্রেমে পেড়ে যান। ডেটিং করার ছয় বছর পর বিয়ে করেন ২০১৯ সালের ১৫ জুন।
সের্জিও-পিলারের রয়েছে চার সন্তান- সের্জিও, আলেয়ান্দ্রো, ম্যাক্সিমো ও মার্কো