এনফিল্ড ক্লাসিককে টেক্কা দিতে এল জওা, দামে অনেকটাই কম
জওা মোটরসাইকেলস ইন্ডিয়া বাজারে নিয়ে এল তাদের নতুন মোটরবাইক। রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০-কে টেক্কা দিতেই বাজারে ওই বাইক নিয়ে আসা হয়েছে বলেই মত ওয়াকিফহাল মহলের। জওা ৪২ নামের এই মোটরবাইকের দাম রাখা হয়েছে ১ লাখ ৫৫ হাজার টাকা। যা রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০ মডেলের বাজার মূল্যের তুলনায় ৯ হাজার টাকা কম।
জওা মোটরসাইকেলস ইন্ডিয়া জানিয়েছে, দেশের ১০৫জন ডিলার তাদের এই পণ্য বাজারে সরবরাহ করবে। আর এই ডিসেম্বর থেকেই ৬৫টি ডিলার জওা মোটরবাইক বিক্রি করতে শুরু করবে।
জওা ২৯৩ সিসির ফোর স্টোক মোটরবাইক। সিঙ্গল সিলেন্ডারওয়ালা এই মোটরবাইকে রয়েছে সিক্স-স্পিডের মেশ গিয়ারবক্স। জওা জানিয়েছে এতে ২৭ বিএইচপি আউটপুট পাওয়া যাবে। এতে টায়ারের আয়তন যথাক্রমে ৯০/৯০-১৮ (ফ্রন্ট), ১২০/৮০-১৭ (ব্যাক)। জওা ৪২-তে রয়েছে এবিএস সিস্টেম। ওয়েল ট্যাঙ্কার ১৪ লিটারের।
জওা মোটরসাইকেলস ইন্ডিয়া মনে করছে ইয়ংস্টাররা এই বাইক লুফে নেবে।