Youngest MPs: পঁচিশেই লোকসভায়, দেশের কনিষ্ঠতম সাংসদদের চিনে নিন...

SUDESHNA PAUL Wed, 05 Jun 2024-7:00 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লোকসভা ভোটের ফলাফলে এবার তরুণ তুর্কীদের জয়জয়কার এমনটা বলা-ই যায়। কারণ একজন বা দুজন নয়, এবার নব নির্বাচিত ৪ জন সাংসদের বয়স মাত্র ২৫।

রাজস্থানের ভরতপুর কেন্দ্র থেকে জয়ী হয়েছেন সঞ্জনা যাতব। কংগ্রেসের হয়ে ভোটে লড়েন তিনি। বিজেপির রামস্বরূপ কোলিকে প্রায় ৫২ হাজার ভোটে হারিয়ে জয়ী হয়েছেন তিনি। ২০২৩-এ রাজস্থান বিধানসভা নির্বাচনেও তিনি লড়াই করেছিলেন। কিন্তু বিজেপির রমেশ খেদির কাছে মাত্র ৪০৯ ভোটে হেরে যান। সঞ্জনা রাজস্থান পুলিসের কনস্টেবল কাপ্তান সিংকে বিয়ে করেছেন।

লোক জনশক্তির পার্টির টিকিটে এবার ভোটে লড়েন ২৫ বছরের সম্ভবি। নীতীশ কুমারের বিহার মন্ত্রিসভার সদস্য অশোক চৌধুরীর মেয়ে সম্ভবি। ১ লাখ ভোটের ব্যবধানে কংগ্রেসের সানি হাজারিকে হারিয়ে জয়ী হয়েছেন সম্ভবি। সানি হাজারি আবার জেডিইউ মন্ত্রী মহেশ্বর হাজারির ছেলে। 

সমাজবাদী পার্টির টিকিটে উত্তরপ্রদেশের মছলিশ্বর আসন থেকে লড়েন প্রিয়া সরোজ। বিজেপির বিদায়ী সাংসদ ভোলানাথকে প্রায় ৩৬ হাজার ভোটে হারিয়ে জিতেছেন প্রিয়া। প্রিয়া সরোজের বাবা তুফানি সরোজও ৩ বারের সাংসদ। 

কৌশাম্বি থেকে জেতেন পুষ্পেন্দ্র সরোজ। সমাদবাদী পার্টির টিকিটেই ভোটে লড়েছিলেন পুষ্পেন্দ্র। বিজেপির বিদায়ী সাংসদ বিনোদ কুমার সোনকারকে ১ লাখেরও বেশি ভোটে হারিয়েছেন পুষ্পেন্দ্র। সমাজবাদী পার্টি জেনারেল সেক্রেটারি তথা ৫ বারের বিধায়ক ও উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রী ইন্দরজিত সরোজের ছেলে পুষ্পেন্দ্র। ২০১৯ লোকসভা ভোটে সোনকারের কাছেই হেরে গিয়েছিলেন ইন্দরজিত সরোজ।  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link