নৌকায় বসে নীচে তাকালে দেখতে পাবেন নদীতল
এই নদীর জল এতই পরিষ্কার যে, কোনও নৌকায় চেপে ভেসে যাওয়ার সময়ে নদীটির তলদেশের নুড়ি-পাথর পর্যন্ত পরিষ্কার দেখতে পাওয়া যায়।
উমনগোট নদী। এশিয়ার স্বচ্ছতম নদীর তকমা পেয়ে এখন বিশ্ব জুড়ে চর্চিত মেঘালয়ের এই নদী।
এই নদীর অপর নাম দৌকি। মেঘালয়ের ছোট পাহাড়ি গ্রাম মাওলিননং। এই গ্রামের মধ্য দিয়েই বয়ে গিয়েছে নদীটি। আসলে মাওলিননং গ্রামেও প্রায় কোনও দূষণই নেই।
মেঘালয়ের ওই পাহাড়ি গ্রামটিও বিখ্যাত। এটি হল এশিয়ার পরিচ্ছন্নতম গ্রাম। ভারত এবং বাংলাদেশ সীমান্তের কাছে রয়েছে।
দেখলে মনে হবে যেন কাচের উপর দিয়ে ভেসে যাচ্ছে নৌকা। উপর থেকে তলদেশ পর্যন্ত দেখা যায়, এতটাই পরিষ্কার এই নদীর জল।
উমনগোট খাসি এবং জয়ন্তিয়া পাহাড়ের মধ্যিখান দিয়ে বয়ে গিয়েছে। তারপর সেটি বাংলাদেশে ঢুকেছে।
আসলে দূষণমুক্ত হওয়ার জন্যই এই নদীর জল এত স্বচ্ছ।