অস্ট্রেলিয়ায় আবার লকডাউন! আরও অনিশ্চিত বিশ্বকাপ
অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির সংবাদপত্র সিডনি মর্নিং হেরাল্ড জানিয়ে দিয়েছে, অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিল হওয়ার পথে। সম্ভবত চলতি সপ্তাহেই তা সরকারি ভাবে জানিয়ে দেবে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি-ও।
ফের করোনার সংক্রমণ। যার জেরে অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্নে ৬ সপ্তাহের জন্য লকডাউন। বুধবার মধ্যরাত থেকেই কার্যকর করা হয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের অধিকাংশ ম্যাচ মেলবোর্নে হওয়ার কথা। কিন্তু নতুন করে লকডাউন ঘোষণায় সবকিছু থমকে যাবে। যার অর্থ অস্ট্রেলিয়ায় এবছর টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সম্ভবনা প্রায় নেই বললেই চলে।
মারণ ভাইরাসের কারণে অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন সম্ভব নয় সেটা আকারে ইঙ্গিতে আইসিসি-কে বার বার জানিয়ে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান এডিংস তো বলেই দেন করোনা পরবর্তী সময়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনা কার্যত অবাস্তব!
এবার অস্ট্রেলিয়ায় করোনার দ্বিতীয় সংক্রমণের ঢেউ। ফলে বিশ্বকাপ আয়োজন যে কার্যত অনিশ্চিত হয়ে গেল তা বলাই যায়।