অস্ট্রেলিয়ায় আবার লকডাউন! আরও অনিশ্চিত বিশ্বকাপ

Thu, 09 Jul 2020-7:22 pm,

অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির সংবাদপত্র সিডনি মর্নিং হেরাল্ড জানিয়ে দিয়েছে, অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিল হওয়ার পথে। সম্ভবত চলতি সপ্তাহেই তা সরকারি ভাবে জানিয়ে দেবে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি-ও।

ফের করোনার সংক্রমণ। যার জেরে অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্নে ৬ সপ্তাহের জন্য লকডাউন। বুধবার মধ্যরাত থেকেই  কার্যকর করা হয়েছে।

 টি-টোয়েন্টি বিশ্বকাপের অধিকাংশ ম্যাচ মেলবোর্নে হওয়ার কথা। কিন্তু নতুন করে লকডাউন ঘোষণায় সবকিছু থমকে যাবে। যার অর্থ অস্ট্রেলিয়ায় এবছর টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সম্ভবনা প্রায় নেই বললেই চলে।

মারণ ভাইরাসের কারণে অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন সম্ভব নয় সেটা আকারে ইঙ্গিতে আইসিসি-কে বার বার জানিয়ে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান এডিংস তো বলেই দেন করোনা পরবর্তী সময়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনা কার্যত অবাস্তব!

 

এবার অস্ট্রেলিয়ায় করোনার দ্বিতীয় সংক্রমণের ঢেউ। ফলে বিশ্বকাপ আয়োজন যে কার্যত অনিশ্চিত হয়ে গেল তা বলাই যায়।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link