জমাট বাধছে রক্ত, জ্বর ও ফুসফুসে অস্বাভাবিকতা নিয়ে অজানা রোগে মৃত্যু হচ্ছে পুরুষদের

Fri, 30 Oct 2020-12:18 pm,

নিজস্ব প্রতিবেদন: পুরুষদের শরীরে অজান্তে বাসা বাঁধছে নতুন অসুখ। তারই সন্ধান পেলেন বিশেষজ্ঞরা। তাদের কথায়, মারাত্মক সে রোগ। যার প্রাণ নিচ্ছে প্রায় ৪০ শতাংশ পুরুষের।  এই রোগের মধ্যে শিরাতে রক্ত ​​জমাট থেকে সুরু করে রয়েছে একাধিক উপসর্গ। এই রোগকে vacuoles, E1 catalyst, X-connected, autoinflammatory and physical condition - VEXAS বলা হচ্ছে।

এই রোগে ঘন ঘন জ্বর আসছে রোগীদের। বিশেষজ্ঞরা বলেছেন যে ভেক্সাসের কারণে শিরাতে রক্ত ​​জমাট বাঁধা, বার বার জ্বর, ফুসফুস অস্বাভাবিকতা এবং শরীরের কোষগুলিতে শূন্যতার মতো সমস্যা দেখা দিচ্ছে।

ইউবিএ ওয়ান জিনের পরিবর্তনের ফলে এই রোগ দেখা দিচ্ছে এবং এর দ্বারা আক্রান্ত ৪০ শতাংশ রোগী মারা যাচ্ছে। গবেষকদের এই অনুসন্ধানগ নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে প্রকাশিত হয়েছে। 

২,৫০০ জনের উপর গবেষণা করা হয়েছে। ন্যাশনাল হিউম্যান জিনোম রিসার্চ ইনস্টিটিউট (এনএইচজিআরআই) এর বিশেষজ্ঞরা। যার মধ্যে ৮০০ এর বেশি সংখ্যক মানুষের শরীরে এই রোগের উপসর্গ পাওয়া গিয়েছে।

এই রোগ বিপজ্জনক হতে পারে বলে শঙ্কিত বিশেষজ্ঞরা। সারা শরীরে ব্যথা শুরু হয়।

রাষ্ট্রীয় মানব জিনোম গবেষণা ইনস্টিটিউটের ইনট্রামালাল রিসার্চ প্রোগ্রামের  প্রধান ডঃ ড্যান কাস্টনার বলেছেন, "এটিতে আক্রান্ত রোগীরা খুব দুর্বল হয়ে পড়ে, কোনও ড্রাগই  কাজ করে না। ২৫০০ জনর মধ্যএ অজানা রোগে আক্রান্ত প্রায় ৮০০, বাকি দুশো জনের শরীরে জ্বর ও ব্যাথা রয়েছে।  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link