Heatwave: তাপমাত্রার পারদ ছুঁল সর্বোচ্চ ৪১ ডিগ্রি! তীব্র জলকষ্টে মানুষ...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বৈশাখ, জ্যৈষ্ঠ্য নয়, চৈত্রেই আগুন ঝরাচ্ছে সূর্য। মাথার উপর গনগনে রোদের আঁচে ঝলসে যাচ্ছে সব। ইতিমধ্যে রাজ্যের অধিকাংশ জেলায় তাপপ্রবাহ চলছে।
বাঁকুড়ায় আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪১ ডিগ্রি। পূর্বাভাস বলছে, আগামী ২ দিন আরও বাড়বে জেলার তাপমাত্রা।
এদিকে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গিয়েছে পানীয় জলের সংকট। এদিন পর্যাপ্ত পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান পুরুলিয়ার মানবাজার ব্লকের পাথরমহড়া গ্রামের মহিলারা।
দীর্ঘ ৪ মাসের বেশি সময় ধরে গ্রামে পানীয় জলের সংকট চলছে, এই অভিযোগে মানবাজার-বান্দোয়ান রাজ্য সড়ক অবরোধ করেন তাঁরা।
তীব্র তাপপ্রবাহের মধ্যে পানীয় জলের সমস্যায় ভুগছেন জয়নগর ২ নম্বর ব্লকের হরিনারায়ণপুর অঞ্চলের মন্ডলপাড়ার বাসিন্দারাও ৷
এলাকায় একটি কল-ই ভরসা ৷ এই গরমের মধ্যে লাইন দিয়ে সেই কল থেকেই জল সংগ্রহ করছে প্রায় ৫০০ পরিবার ৷ ফলে তীব্র হয়েছে জলকষ্ট।