চ্যাম্পিয়ন্স লিগে রেকর্ড গড়লেন লিওনেল মেসি
বুধবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কষ্টের জয় পেল বার্সেলোনা। স্লাভিয়া প্রাহাকে ২-১ গোলে হারায় বার্সা।
ম্যাচ শুরুর তিন মিনিটের মধ্যেই গোল করে বার্সেলোনাকে এগিয়ে দেন লিওনেল মেসি।
চ্যাম্পিয়ন্স লিগে ১১৩তম গোলটি করেই এদিন জোড়া রেকর্ড করেন এলএমটেন।
এই নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের আসরে টানা ১৫ মরশুমে গোল করার রেকর্ড গড়েছেন মেসি। ২০০৫-০৬ মরশুমে প্রথম ইউরোপ সেরার আসরে নামেন মেসি।
সেই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে ৩৩টি দলের বিরুদ্ধে গোল করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং রাউল গঞ্জালেসের পাশে লিও মেসি। চ্যাম্পিয়ন্স লিগে এখনও ৪০টি দলের বিরুদ্ধে খেলেছেন মেসি।