বিয়ের দিনে হাজার শিশুর অস্ত্রোপচারের দায়িত্ব নিলেন মেসুট ওজিল
কোনো শিশু আগুনে পোড়ার ঘা নিয়ে কষ্ট পাচ্ছে। কেউ আবার পা, হাত, ঠোঁটের কোনও সমস্যায় ভুগছে। এক বা দুবার অস্ত্রোপচার করলে সেরে উঠতে পারে সেইসব শিশুরা। কিন্তু অস্ত্রোপচারের খরচ বহন করার মতো কেউ নেই। কারণ সেই বাচ্চারা অনাথ। এমনই এক হাজার বাচ্চার অস্ত্রোপচারের দায়িত্ব নিলেন মেসুট ওজিল।
নিজের বিয়ের দিনে এক হাজার অনাথ শিশুর অস্ত্রোপচারের দায়িত্ব নিলেন ওজিল। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার এই এক হাজার শিশু যেন নতুন করে বাঁচার আশা থুঁজে পেল।
ওজিল ও তাঁর স্ত্রী অ্যামিনে বিয়ের দিনটিকে আরও বেশি স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন। তাই এমন উদ্যোগ।
তুরস্কে বিয়ে সেরেছেন ওজিল ও অ্যামিনে। প্রধান অতিথি হিসেবে বিয়েতে উপস্থিত ছিলেন তুরস্কের রাষ্ট্রপতি রিসপে তাইয়েপ এরদোয়ান ও তাঁর স্ত্রী। বিয়েতে আমন্ত্রিতদের কাছ থেকে কোনও উপহার নেননি ওজিল। বরং দাতব্য কাজের জন্য অতিথিদের কাছ থেকে কিছু কিছু অর্থ সাহায্য চেয়েছিলেন।
এই প্রথম অবশ্য এমন মহত্ উদ্যোগ নয়। এর আগে ২০১৪ বিশ্বকাপ জয়ের পর টুর্নামেন্ট থেকে পাওয়া পারিশ্রমিকের ২ লাখ ৪০ হাজার পাউন্ড দান করেছিলেন ব্রাজিলের ২৩টি শিশুর অস্ত্রোপচারের জন্য।