Covid-19 Restrictions Withdraws from March 31: ৩১ মার্চ উঠছে সমস্ত করোনাবিধি, কী করা যাবে এবং কী করা যাবে না?

Thu, 24 Mar 2022-5:28 pm,

নিজস্ব প্রতিবেদন: ৩১ মার্চ থেকে সব রকমের করোনাবিধি (Covid-19 Restrictions) তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক (Ministry of Home Affairs)। তার মানে এই নয় যে সমস্ত কিছুতে ছাড় মিলছে। এখনও বজায় থাকছে একাধিক নিয়মকানুন।

স্বরাষ্ট্রমন্ত্রকের (Ministry of Home Affairs) তরফে স্পষ্ট বলা হয়েছে, করোনাবিধি লঙ্ঘন করলে আর বিপর্যয় মোকাবিলা আইন বলবৎ করা যাবে না। ২০২০-র মার্চ মাস, যখন ভারতে করোনার প্রথম ঢেউ আক্রমণ করে তখন প্রথম বিপর্যয় মোকাবিলা আইন বলবৎ করা শুরু হয়। করোনাবিধি উঠে গেলেও, বেশ কয়েকটি নিয়ম এখনও মানতে হবে দেশবাসীকে।

 

সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলত। মাস্ক ছাড়া কোনও যেতে পারবেন না। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে। অনলাইন ক্লাস বন্ধ করে, অফলাইন ক্লাস চালু করতে হবে।

 

বিবাহ অনুষ্ঠান এবং সৎকারে জমায়েতের কোনও সীমা নির্দিষ্ট থাকছে না।  ধর্মীয় স্থানে জমায়েতের ক্ষেত্রেও কোনও বিধিনিষেধ থাকছে না। 

১০০ শতাংশ লোক নিয়ে খোলা যেতে পারে শপিং মল, জিম, স্পোর্টস কমপ্লেক্স এবং স্পা। ১০০ শতাংশ লোক নিয়ে খোলা যেতে সিনেমা হল এবং রেস্তোরাঁ।

কোনও যানবাহনে যাত্রী নেওয়ার ক্ষেত্রে কোনও নির্দিষ্ট সংখ্যা থাকছে না। ১০০ শতাংশ যাত্রী নেওয়া যেতে পারে। সমস্ত বাণিজ্যিক সংস্থাও ১০০ শতাংশ কর্মী নিয়ে খোলা যেতে পারে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link