টেস্টের তৃতীয় দিনে `ইডেন বেল` বাজালেন কে, জেনে নিন
সুখেন্দু সরকার : ভারত -বাংলাদেশ পিঙ্ক টেস্টের প্রথম দিন খেলা শুরুর আগে ইডেন বেল বাজিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দ্বিতীয় দিনে খেলা শুরুর আগে ইডেন বেল বাজান দুই বিশ্বচ্যাম্পিয়ন দাবাড়ু - ম্যাগনাস কার্লসেন এবং বিশ্বনাথান আনন্দ।
ম্যাচের তৃতীয় দিনে খেলা শুরুর আগে ইডেন বেল বাজান মিকা রিচার্ডস।
ইংল্যান্ড ও ম্যাঞ্চেস্টার সিটির প্রাক্তন তারকা মিকা রিচার্ডস এসেছিলেন শহরে। ২০০৬ থেকে ২০১২ ইংল্যান্ডের জাতীয় দলের প্রতিনিধিত্ব করেন তিনি।
মিকার সঙ্গে এদিন ইডেন বেল বাজানোর সময় হাজির ছিলেন সিএবি সচিব অভিষেক ডালমিয়া, যুগ্মসচিব দেবব্রত দাস, কোষাধ্যক্ষ দেবাশিস গাঙ্গুলি এবং তৃণমূল বিধায়ক বৈশালী ডালমিয়া।