মালিঙ্গাদের নতুন কোচ কে, জেনে নিন
পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের আগেই কোচ চন্ডিকা হাতুরেসিংহে-কে সরিয়ে দিল শ্রীলঙ্কা। শেষ ৮ বছরে এই নিয়ে ১১বার কোচ বদল করে ফেলল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
শ্রীলঙ্কার নতুন হেড কোচ হচ্ছেন মিকি আর্থার।
দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, পাকিস্তানের পর এবার শ্রীলঙ্কার হেড কোচ হচ্ছেন মিকি আর্থার।
আর্থারের সহকারি হিসেবে থাকবেন ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার, বোলিং কোচ ডেভিড সাকের ও ফিল্ডিং কোচ শেন ম্যাকডরমেট।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সিইও অ্যাশলে ডি সিলভা জানিয়েছেন, প্রত্যেকের সঙ্গেই দু বছরের চুক্তি করা হচ্ছে।