ভারতে চিনা ফোনের ভবিষ্যত্ অন্ধকার! নভেম্বরে দেশের বাজারে Micromax-এর In সিরিজ

Mon, 19 Oct 2020-12:30 pm,

ভারতের বাজারে কি তবে সত্যিই চিনা ফোনের ভবিষ্যত্ অন্ধকার! আগেই জানা গিয়েছিল, ভারতের বাজারে সরকারি ভাতা নিয়ে আসছে মাইক্রোম্যাক্স। আর এবার তারা প্রযুক্তিগতভাবে আগের থেকে অনেক শক্তিশালী হয়ে ফিরছে।

 

জানা যাচ্ছে, নভেম্বরেই ভারতের বাজারে আসতে পারে মাইক্রোম্যাক্স-এর ইন সিরিজের স্মার্টফোন. দাম হতে পারে ১৫ হাজার টাকার কম।

 

সাড়ে ছয় ইঞ্চি এইচডি ডিসপ্লে, পাঁচ হাজার এমএএইচ ব্যাটারিসহ লঞ্চ করতে পারে এই ফোন। মাইক্রোম্যাক্স এখনও এই সিরিজের ফোনের পুরো নাম কী হবে তা জানায়নি।

 

দুই ও তিন জিবি অপশনে পাওয়া যাবে এই ফোন। থাকবে ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ। MediaTek Helio G35 processor থাকবে। 

 

জানা যাচ্ছে একটি ফোনের নাম হতে পারে Micromax 1a. আলাদা ক্যামেরা সেন্সর সহ আপাতত দুটি ফোন বাজারে আসতে পারে বলে খবর রয়েছে। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link