নবাবের শহরে `নবাবি` রেকর্ড রোহিতের

Sukhendu Sarkar Wed, 07 Nov 2018-4:38 pm,

# ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৬১ বলে অপরাজিত ১১১ রান করেন অধিনায়ক রোহিত শর্মা।

# টি-টোয়েন্টি ক্রিকেটে এটি চতুর্থ শতরান রোহিত শর্মার।

# মঙ্গলবার শতরান করতে ৭টি ছক্কা হাঁকান রোহিত শর্মা। ২০১৮ সালে এখন পর্যন্ত ক্রিকেটের তিন ফরম্যাটে ৬৯টি ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন। এক ক্যালেন্ডার বর্ষে সবচেয়ে বেশি ছয় মারার নতুন রেকর্ড গড়লেন রোহিত।  (ছবি সৌজন্যে- আইসিসি)

# এদিন লখনৌতে নিজের রেকর্ড নিজেই ভাঙলেন রোহিত। ২০১৭ সালে এক ক্যালেন্ডার বর্ষে ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে ৬৫টি ছক্কা মেরেছিলেন রেকর্ড করেছিলেন রোহিত। ২০১৮ সাল শেষ হওয়ার আগেই ৬৯টি ছক্কা মেরে নিজের রেকর্ড নিজেই ভেঙে দিলেন। (ছবি সৌজন্যে- বিসিসিআই)

# লখনৌতে বিরাটের রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা। টি-টোয়েন্টিতে ভারতীয় হিসেবে সর্বোচ্চ রানের মালিক এখন রোহিত শর্মা। বিরাট কোহলির রেকর্ড ভাঙতে রোহিতের দরকার ছিল ১১ রান। এদিন ১১১ রান করে কোহলি ছাপিয়ে গেলেন রোহিত।

# আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের তালিকায় দু নম্বরে রোহিত শর্মা (২২০৩ রান)। সবার ওপরে নিউ জিল্যান্ডের মার্টিন গাপটিল (২২৭১ রান)

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link