খুব শিগগির-ই বাজারে আসছে ২০ টাকার কয়েন
বাজারে আসছে নতুন কয়েন। কয়েনের তালিকায় নয়া সংযোজন ২০ টাকার কয়েন।
নতুন এই ২০ টাকার কয়েন দেখতে হবে ১২ বাহুবিশিষ্ট বহুভুজের মতো। ২৭ মিলিমিটার চওড়া হবে নতুন কয়েনটি। (ছবিতে- ১২ বাহুবিশিষ্ট পাউন্ড কয়েন)
কয়েনটি হবে টু-টোনড বা দ্বিস্তরীয়। ৬৫ শতাংশ তামা, ১৫ শতাংশ দস্তা ও ২০ শতাংশ নিকেল দিয়ে তৈরি হবে নতুন কয়েনের বাইরের অংশ। আর ভিতরের দিকে থাকবে ৭৫ শতাংশ তামা, ২০ শতাংশ দস্তা ও ৫ শতাংশ নিকেল।
বুধবার নতুন কয়েন নিয়ে আসার কথা জানিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। তবে নতুন কয়েনটি বাজারে কবে ছাড়া হবে, সে সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি।
উল্লেখ্য, এর আগে শেষবার বাজারে নতুন কয়েন এসেছে ২০০৯-এ। সেবার বাজারে ১০ টাকার কয়েন নিয়ে আসে আরবিআই।