Miracles of Jesus: থামিয়ে দিলেন ঝড়, মৃতকে দিলেন প্রাণ! বাকরোধ করা অজস্র অলৌকিকতায় যিশু আজও স্বর্গীয় রহস্য...

Soumitra Sen Wed, 25 Dec 2024-11:25 am,

যিশুর স্বল্পায়ু জীবন। তবে তারই মধ্যে তিনি কিংবদন্তি হয়ে গিয়েছিলেন। ছোট জীবন, কিন্তু তা ছিল মহাবিস্তৃত। মানুষের মধ্যে তাঁর অলৌকিক কর্মকাণ্ড ক্রমশ তাঁকে ঈশ্বরত্বে উন্নীত করেছিল। বাইবেলে যিশুর অন্তত ৩০টি অলৌকিকতা লিপিবদ্ধ আছে।   

ম্যাথিউমতে, মাত্র পাঁচটি পাউরুটি ও দুটি মাছ দিয়ে যিশু ৫০০০ মানুষকে খাইয়েছিলেন। 

একবার এক বিয়েবাড়িতে হুলস্থূল আরম্ভ হয়ে গিয়েছে। মদ নেই! ফুরিয়ে গিয়েছে! যিশু সেদিন সেখানে জলকে সুস্বাদু মদে পরিণত করে দিয়েছিলেন! 

যিশু একদিন থামিয়ে দিয়েছিলেন এক ভয়ংকর ঝড়কে। নিমেষে শান্ত হয়ে গিয়েছিল সেই উদ্দাম বাতাস। 

একবার সাইমন নামের এক ধীবর ও তাঁর সঙ্গীসাথীরা সারারাত ধরে জাল ফেলেও একটি মাছও ধরতে পারেননি! খুবই হতাশ তাঁরা, সারারাতের পরিশ্রম বৃথা। পেটের খাবার জোগাড় হবে কী করে? যিশু তাঁদের আর একবার জাল ফেলতে বললেন। জাল ফেলে তো তাঁরা অবাক! উঠে এল রাশি-রাশি মাছ! এত যে, তা  ধরছিল না নৌকায়! 

যিশু স্বয়ং কবর থেকে উঠে এসেছিলেন। কিন্তু সে কথা না হয় থাক। তিনি তাঁর জীবদ্দশাতেই ঘটিয়েছিলেন এজাতীয় আশ্চর্য ব্য়াপার। যেমন, তিনি এক তরুণের জীবনদান করেছিলেন। এক ধর্মযাজকের কন্যারও জীবনদান করেছিলেন। চারদিন ধরে কবরে শুয়ে থাকা ল্যাজারাসকেও তিনি জীবিত করেছিলেন। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link