Harnaaz Sandhu: ম্যাজিক নম্বর ২১, বদলে দিল Miss Universe হরনাজের জীবন

Soumita Mukherjee Mon, 13 Dec 2021-6:30 pm,

নিজস্ব প্রতিবেদন: নেহাতই কাকতালীয় নাকি সত্যিই ২১ লাকি নম্বর হরনাজের! সোমবার সকালে মিস ইউনিভার্স খেতাব জেতেন চন্ডীগড়ের মেয়ে হরনাজ সান্ধু। ২০২১ সালের মিস ইউনিভার্সের বয়সও ২১ বছর এমনকি তাঁর হাত ধরেই দীর্ঘ ২১ বছর পর মিস ইউনিভার্সের মঞ্চে তৈরি হল নয়া ইতিহাস।  ভারতের নাম যিনি বিশ্বের দরবারে মেলে ধরলেন কে এই হরনাজ সান্ধু। 

 

২১ বছর বয়সী হরনাজের জন্ম পাঞ্জাবী পরিবারে। চন্ডীগড়ের মেয়ে পেশায় মডেল, অভিনেতা, ফিটনেস প্রেমী ও যোগ ব্যায়ামে পারদর্শী। ইরফরমেশন অ্যান্ড টেকনোলজি বিষয়ে স্নাতক হরনাজ স্নাতকোত্তর পাস করেন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে। 

 

 

ইতিমধ্যেই দুটি পাঞ্জাবী ছবিতে অভিনয় করেছেন তিনি, যা মুক্তি পেতে চলেছে ২০২২ সালে। টিনেজ থেকেই মডেলিংয়ে নিজের কেরিয়ার শুরু করেছিলেন হরনাজ। 

 

২০১৭ সালে মিস চন্ডীগড় হয়েছিলেন হরনাজ সান্ধু। এরপর ২০১৮ সালে ফের এমার্জিং স্টার শিরোপা পেয়েছিলেন তিনি। ২০১৯ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় সেরা বারো প্রতিযোগীর মধ্যে ছিলেন হরনাজ, কিন্তু সে বছর সেরার শিরোপা পেতে ব্যর্থ হন তিনি।

 

 ২০২১ সালে ফের মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নেন তিনি। এই বছর সেপ্টেম্বরে মিস ডিভা ইউনিভার্স ইন্ডিয়া খেতাব পান হরনাজ। এরপর মিস ইউনিভার্সের মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করেন তিনি। 

 

১৯৯৪ সালে ভারতের হয়ে প্রথম মিস ইউনিভার্স হয়েছিলেন সুস্মিতা সেন। এরপর ২০০০ সালে মিস ইউনিভার্সের খেতাব জেতেন লারা দত্ত। তার ২১ বছর পর ফের একবার মিস ইউনিভার্স মঞ্চে ভারতের নাম উজ্জ্বল করলেন হরনাজ। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link