ভারতীয় শব্দটাই `মুছে ফেলল` কংগ্রেস!
নোটবন্দির দু বছর পূর্তি উপলক্ষে কোল ইন্ডিয়ার সামনে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছিল প্রদেশ কংগ্রেস।
বিক্ষোভ কর্মসূচিতে ব্যবহৃত পোস্টারে কংগ্রেস দাবি করে, নোটবাতিলের জেরে ১২০ জনেরও বেশি ভারতীয় মৃত্যু হয়েছে। তাঁদের যেন কখনও ভুলে যাওয়া না হয়।
এদিকে সেই পোস্টারেই দেখা যায়, ভারতীয়র ইংরেজি Indian বানানটাই ভুল ছাপা হয়েছে।
ভুল চোখে পড়তেই বিড়ম্বনায় পড়ে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। শেষপর্যন্ত পোস্টার থেকে ভারতীয় শব্দটাই মুছে ফেলতে বাধ্য হয় কংগ্রেস। কেটে ফেলা হয় ওই অংশটি।
দিন কয়েক আগে খড়গপুর শহরে বিজেপি যুব মোর্চার এক পোস্টারে একইরমভাবে বানান ভুল লক্ষ্য করা যায়। সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক হয়ে ওঠে বিষয়টি। পোস্টারে এভাবে বার বার বানান ভুলে প্রশ্ন উঠছে রাজনৈতিক দলগুলির দায়িত্ববোধ নিয়েই।