ক্যাচ ফসকে সপাটে লাগল বল, অণ্ডকোষ ফাটল মিচেল মার্শের
চলতি বছরের জানুয়ারি নাগাদ অস্ট্রেলিয়ির জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন তিনি। ভারতের বিরুদ্ধে সিরিজেও দলে জায়গা পাননি। তাই মন দিয়েছিলেন ঘরোয়া ক্রিকেটে। সেখানে প্র্যাকটিসের সময় মারাত্মক চোট পেলেন অজি অলরাউন্ডার মিচেল মার্শ।
শেফিল্ড শিল্ডে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে খেলছেন মিচেল মার্শ। অনুশীলনের সময় কোচের ছোড়া বল ধরতে পারেননি মার্শ। বল গিয়ে সপাটে লাগে তাঁর অণ্ডকোষে।
প্রচণ্ড ব্যথায় আধ ঘণ্টারও বেশি সময় ধরে ছটফট করতে থাকেন মিচেল। হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। চিকিত্সকরা আশঙ্কা করছেন, তাঁর অণ্ডকোষে ফেটে গিয়েছে।
মার্শ পরে বললেন, "স্ক্যান করার সময় প্রচুর রক্তপাত হচ্ছিল। খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ফ্লিকারে বল ছুড়ছিলেন কোচ। আমি ক্যাচ মিস করি। বল সোজা গিয়ে লাগে ওই জায়গায়।"
আঘাত গুরুতর। চিকিত্সাধীন রয়েছেন মার্শ। আগের থেকে ভাল অবস্থায় রয়েছেন আপাতত। তাঁর দুটি অণ্ডকোষ ঠিকঠাক কাজ করছে বলে জানিয়েছেন চিকিত্সকরা।